লেবানন থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা
ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবানন। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে। বুধবার (২৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা বুধবার ইসরায়েলের কিরায়েত সুমনায় বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে। এ অঞ্চলটি লেবাননের সীমান্তবর্তী এবং ইসরায়েলে উত্তরাঞ্চলের শহর। মঙ্গলবার ইসরায়েলের হামলার জবাবে এ হামলা চালিয়েছে তারা।  টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিশেষ করে কিরায়েত সুমনায় রকেট হামলার সতর্কবার্তা বেজে উঠেছে। এ এলাকাটিকে নিশানা করে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে।  অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, শহরটিকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ৩০টির বেশি রকেট ছোড়া হয়েছে। তবে এগুলোর বেশিরভাগ ভূপাতিত করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।  হিজবুল্লাহর এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল।  লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের এ বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।  উল্লেখ্য গত গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।  ইসরায়েলের ফিলিস্তিনে হামলা শুরু পর থেকে দেশটিকে সমর্থন জানিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির সেনাদের সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি এ হামলায় অনেকের প্রাণহানি হয়েছে। এছাড়া পাল্টাপাল্টি হামলার ফলে সীমান্তের লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।   
২৭ মার্চ, ২০২৪

লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হচ্ছে ইসরায়েলে
নতুন করে ইসরায়েলে আবারও হামলা জোরদার করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত ৩৫টি রকেট নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠীটি। বৃহস্পতিবার সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ বলেছে, বৃহস্পতিবার লেবানন থেকে তাদের ভূখণ্ডে প্রায় ৩৫টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু রকেটকে বাধা দেওয়া হয়েছে। এ ছাড়া রকেটের উৎস লক্ষ্য করে লেবাননের দক্ষিণে পাল্টা গোলাবর্ষণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, সীমান্তে কাছে লেবাননের ভূখণ্ডে সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে। ইসরায়েলি বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের প্রতিহত করছে।  এদিকে, বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলের বেইত ইয়াহুন গ্রামে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর অন্তত পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই তেল আবিবে হামলা চালাতে থাকে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। তখন থেকে প্রায় প্রতিদিনই দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সেনা ঘাঁটি ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী। গেল কয়েক দিন ধরে এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে। দুপক্ষের মধ্যে অব্যাহত রয়েছে হামলা-পাল্টা হামলা। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।    এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। কাতার জানিয়েছে শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বন্দি বিনিময়ের মাধ্যমে। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চারদিন গাজা উপত্যকার সব এলাকায় সামরিক যান চলাচল বন্ধ রাখবে ইসরায়েল। চিকিৎসা ও জ্বালানিসহ শতশত মানবিক সহায়তার ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।   যুদ্ধবিরতিকালীন চার দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ড্রোন উড়ানোও বন্ধ থাকবে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন গাজা উপত্যকার সমস্ত অঞ্চলে কাউকে আক্রমণ বা গ্রেপ্তার করতে পারবে না ইসরায়েল। এ ছাড়া সালাহ আল-দ্বীন স্ট্রিটে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার শর্তও দিয়েছে হামাস।  
২৩ নভেম্বর, ২০২৩

লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েছে। দেশটি থেকে বেশ কয়েকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) আরও তিনটি ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গত কয়েকদিনে বেশ কয়েকবার লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষ ঘটেছে। মঙ্গলবার তিনি এ তথ্য জানান।  সেনাবাহিনীর মুখপাত্র জানান, সংঘর্ষ  চলাকালে লেবানন থেকে মেটুলা এলাকায় তিনটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।  তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।  ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জানিয়েছে, এ তিনটি ক্ষেপণাস্ত্রই লেবানন থেকে ছোড়া হয়েছে।  এদিকে মঙ্গলবার এক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলের ৬০টি সামরিক যান গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। এক রেকর্ড বার্তায় আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, এসব ইসরায়েলি সামরিক যানের মধ্যে ১০টি সেনাবাহী গাড়ি ছিল। গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলেও জানান তিনি। এ ছাড়া ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ৬৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
২১ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে লেবানন দল ঢাকায়
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় ধাপের দলগুলোর খেলায় একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও লেবানন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। অপরদিকে একই গ্রুপের আরেক ম্যাচে ফিলিস্তিনির সঙ্গে গোলশূন্য ড্র করেছে লেবানন। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আর ম্যাচের চার দিন বাকি থাকলেও এরই মধ্যে ঢাকায় পা রেখেছে লেবানন দল। অবশ্য স্বাগতিক দল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে এখনো ঢাকায় পা রাখেনি। তার আগেই প্রতিপক্ষ লেবানন চলে এসেছে ঢাকায়। বাংলাদেশ দল অস্ট্রেলিয়া থেকে এখন রয়েছে চীনের পথে। চীনের গুয়াংজুতে যাত্রা বিরতি দিয়ে শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবেন জামালরা। আর লেবানন গতকাল রাতে ম্যাচ খেলেই ভোররাতে বাংলাদেশের উদ্দেশে রওনা হন দেশটির ফুটবলাররা। বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টায় পৌঁছায় লেবানন দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দুই ঘণ্টা  সময় লাগে। হোটেলে বিশ্রামের পর বিকেলে অনুশীলন করার কথা রয়েছে দলটির। আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চার দিন আগে এসেছে। অতিরিক্ত দুই দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে। ১৯-২১ নভেম্বর অভ্যন্তরীণ যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বাফুফে বহন করবে। আগামী ২১ নভেম্বর বসুন্ধরার কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  
১৭ নভেম্বর, ২০২৩

এবার নতুন অস্ত্র বের করল লেবানন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে। এই সংঘাতের মধ্যে এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করেছে লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি। খবর আলজাজিরার। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর গতকাল শনিবার দ্বিতীয়বারের মতো বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ। ভক্ত-সমর্থকদের উদ্দেশে দেওয়া এই বক্তব্যে এই নতুন অস্ত্রের বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি। নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের অভিযান ও হামলার সংখ্যা বেশ বেড়েছে। ইসরায়েলি বিমান হামলার জবাবে প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের শহর কিরিয়াত শমোনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ। এ হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছে। তিনি বলেন, এসব হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকেই লেবাবনন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
১২ নভেম্বর, ২০২৩

আবারও লেবানন থেকে ইসরায়েলে হামলা
আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে লেবানন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে তাদের ওপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।  সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, লেবাননের সীমান্ত থেকে ছোড়া ২০টি রকেটলঞ্চার শনাক্ত করেছে তারা।  তিনি বলেন, লেবাননের হামলার জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী হামলার জবাবে পাল্টা কামানের গোলা ছুড়েছে।  এর আগে মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা চালায় লেবানন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানায়। আইডিএফ জানায়, লেবানন সীমান্তের সাতুলা এলাকায় সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ট্যাংকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এ সময় তারা সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আজ সকালে ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবানন থেকে হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়। এরও আগে হিজবুল্লাহর কর্মকর্তারা ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল বেসামরিক লোকদের ওপর হামলা করলে তার জবাবে দ্বিগুণ প্রাণহানি ঘটাবে লেবানন। রোববার ইসরায়েলি হামলায় তিন শিশুসহ এক বৃদ্ধা নিহতের ঘটনায় এ হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ।   
০৭ নভেম্বর, ২০২৩

লেবানন থেকে ইসরায়েলের ট্যাংকে হামলা
এবার ইসরায়েলের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা হয়েছে। লেবাননের সীমান্ত থেকে সশস্ত্র গোষ্ঠীরা সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে এ হামলা করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।  আইডিএফ জানায়, লেবানন সীমান্তের সাতুলা এলাকায় সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ট্যাংকে হামলা চালিয়েছে। এ সময় তারা সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।  ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আজ সকালে ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবানন থেকে হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়।  এর আগে ইসরায়েলের বিমানবন্দর ও সেনাঘাঁটিতে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। হুথিদের দাবি, হামলার কারণে ইসরায়েলের সেনাঘাঁটি ও বিমানবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত ছিল। তবে হামলার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বিদ্রোহীরা।  ইসরায়েল জানিয়েছে, হামলার সময় তাদের আকাশে কোনো সাইরেন বা সতর্কবার্তা বাজেনি। এ ছাড়া বিমানবন্দর ও সেনাঘাঁটি তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সোমবারের হামলা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  হুথির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। হামলার কারণে ইসরায়েলের সেনাঘাঁটি ও বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য হামলা বন্ধ ছিল।  বেনামি সূত্রের বরাতে চ্যানেল ১২ টিভি জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া এসব ড্রোন জর্ডান ভূপাতিত করেছে। এ ছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হুথিদের বেশ কয়েকটি হামলা রুখে দিয়েছে।   
০৭ নভেম্বর, ২০২৩

লেবানন থেকে ইসরায়েলিদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা (ভিডিও)
ইসরায়েলের উত্তর সীমান্তেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। উত্তর ইসরায়েলে লেবানন থেকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীর সেল এবং ঘাঁটিগুলোতে তারাও পাল্টা আঘাত করেছে।  রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। পাল্টা জবাব দিতে ইসরায়েলি সেনারা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী মাউন্ড ডোভ এলাকায় লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে।   কিরিয়াত সোমায় একটি রকেট পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উত্তরের বিভিন্ন শহরে সাইরেন বাজছে। ক্ষতির মাত্রা এবং কেউ আহত হয়েছে কিনা তা নির্ধারণে কাজ করছে তারা। আইডিএফের মতে, তিনটি রকেট লেবানন থেকে গ্যালিলে নিক্ষেপ করা হয়। তুবা-জাঙ্গারিয়ে, রোশপিনা, আয়েলেট হাশাহার এবং হাতজোর হাগলিট শহরে এ কারণে সাইরেন বাজানো হয়। আইডিএফের মতে, দুটি রকেট এয়ার ডিফেন্স দ্বারা রুখে দেওয়া হয়েছিল। তৃতীয়টি খোলা জায়গায় অবতরণ করে। এতে কোনো ক্ষতি হয়নি। রোববারের আগে পৃথক হামলায় লেবানন থেকে মালকিয়া ও আরব আল-আরামশের উত্তর সম্প্রদায়ের কাছাকাছি এলাকায় রকেট ছোড়া হয়েছিল। তবে এতে কেউ আহত হয়নি।   Two interceptions seen over Rosh Pina in northern Israel (Siren warning) pic.twitter.com/rnAIyuErbM — Emanuel (Mannie) Fabian (@manniefabian) October 29, 2023 এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এসব হামলা করা হয়। আইডিএফ জানায়, এসময় লেবানন থেকে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহর ও এর কাছাকাছি সীমান্ত এলাকায় প্রায় ২০টি রকেট ছোড়া হয়েছে। এসময় ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের নাহারিয়া ও কিরিয়াত সোমাতে ৯০ হাজার মানুষের বসবাস। এসব এলাকাতেই রকেট হামলা চালানো হয়। এসব হামলার দায় স্বীকার করেছে হামাস।  কিরিয়াত সোমাতে একটি বাসায় রকেট হামলা চালনা করা হয়। এসময় ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস গণমাধ্যমকে জানায়, বিস্ফোরণে ৩ হতাহতকে হাসপাতালে পাঠানো হয়। তাদের ভেতর ৭৫ বছর বয়সী এক নাগরিকও ছিলেন, যার মাথায় গভীর আঘাত রয়েছে। আহতদের ভেতর পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে।  এ ছাড়া ইসরায়েলি সীমান্ত চৌকি ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে হামাস ও ইরান সমর্থিত হিজবুল্লাহর যুদ্ধ চলছে। এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহতের খবর পাওয়া যায়।  এদিকে টানা ২২তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে ভারী হচ্ছে নিহতের পাল্লা। এ পর্যন্ত হামলায় নিহত হয়েছেন ৮০০০ মানুষের বেশি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
২৯ অক্টোবর, ২০২৩

লেবানন সীমান্তে ইসরায়েলি হামলা (ভিডিও)
ইসরায়েলের আইডিএফ দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, লেবাননের সঙ্গে সীমান্ত এলাকায় একটি সন্ত্রাসী আস্থানায় হামলা চালিয়ে তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। তারা দাবি করেছে, সামরিক একটি পোস্টসহ দক্ষিণ লেবাননের একাধিক পর্যবেক্ষণ চৌকিতে এসব হামলা করা হয়। এদিকে ২৩ অক্টোবর ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আল শিফা ও আল কুদস হাসপাতালের আশপাশের এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, এখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বোমা হামলায় হতাহতের সংখ্যা জানা যায়নি। এর আগে ২২ অক্টোবর সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায় ইসরায়েল আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরে হামলা করেছে। রোববার সকালে এ হামলা চালানো হয়। হামলায় দুই এয়ারপোর্টে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দামেস্ক বিমানবন্দরে হামলায় এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরেকজন গভীরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে সানা। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরান এয়ারপোর্টগুলো ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারে। এ নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। צה"ל תקף לפני זמן קצר מטרות צבאיות של ארגון הטרור חיזבאללה, ביניהם מתחם צבאי ועמדת תצפית ששימשו את הארגון. כמו כן, כלי טיס של צה"ל תקף חוליית מחבלים שפעלה במרחב הגבול והשמיד אמצעי לחימה שהיו ברשותה pic.twitter.com/vjgmvSyJWP — צבא ההגנה לישראל (@idfonline) October 22, 2023
২৩ অক্টোবর, ২০২৩

লেবানন সীমান্তে চরম আতঙ্কে ইসরায়েলিরা
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার পর লেবানন সীমান্তে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ফলে লেবাননের সীমান্তে থাকা ইসরায়েলিরা এখন আতঙ্ক ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সংবাদমাধ্যম জানিয়েছে, লেবাননের সাথে উত্তেজনার মধ্যে সীমান্তের ২০ হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। পুরো সীমান্ত এলাকা এখন ফাঁকা করে ফেলা হচ্ছে।   সীমান্ত থেকে নিরাপদে সরে আসা কিরআত সীমনা বলেন, কর্তৃপক্ষ তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর তিনি তার স্বজনদের সাথে অন্য একটি শহরের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সাক্ষাৎ করেন। তবে লেবাননের সাথে হামলা-পাল্টা হামলার কারণে এখানে তিনি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন । এ ছাড়া কতটা সময় এ আশ্রয়কেন্দ্রে থাকতে হবে তা নিয়েও তিনি দুশ্চিন্তায় রয়েছেন।  জিহাভিত নামের আরেকজন জানান, যুদ্ধের কারণে এখানকার সব মেডিকেল অ্যাপয়েনমেন্ট বাতিল করা হয়েছে। তিনি নিজেও ক্যান্সারের রোগী। তিনি বলেন, আমি এখন এসবের কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। এখানে কথা বলার কেউ নেই। আমি প্রথমে দুর্বলদের সরিয়ে নেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। আমি জানি যে, বাকিদেরও সরিয়ে নেওয়া হবে। তবে আমি কারও সাড়া পাচ্ছি না।  ইফরাত নামের আরেকজন বলেন, সরিয়ে আনা নতুন আশ্রয়কেন্দ্রে কেউ নিরাপদ বোধ করছেন না। তিনিও জায়গাটিকে নিজের তিন বছরের জমজ সন্তানদের জন্য নিরাপদ মনে করছেন না। এখানের নিয়ম অনুসারে এসব আশ্রয়কেন্দ্রে দরজা বন্ধ করাও নিষিদ্ধ।  ওই নারী বলেন, তারা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছেন। তাদের আশঙ্কা যে, এখানেও তাদের পরিণতি দক্ষিণের মতো ভয়াবহ হতে পারে।  এদিকে লেবানন সীমান্তে অ্যান্টি ট্যাংক মিসাইলের আঘাতে এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনা কর্মকর্তার পদবি ছিল স্টাফ সার্জেন্ট (রিজার্ভ)। তার নাম ওমর বালভা, বয়স ২২। তিনি হার্জলিয়ার আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩তম ব্যাটালিয়নের একজন কমান্ডার ছিলেন। বালভা আমেরিকা-ইসরায়েলের দ্বৈত নাগরিক ছিলেন। তারা বাবা-মা ইসরায়েলি। তিনি ম্যারিল্যান্ডের রকভিলে বেড়ে ওঠেন। তিনি ইসরায়েলে আইডিএফে যোগদান করেন। আইডিএফ জানায়, দক্ষিণ লেবানন থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর হামলা রুখে দিতে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এদিকে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে অনবরত রকেট ও মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। ইসরায়েলের দিকে তাক করে রাখা হয়েছে অ্যান্টি ট্যাংক মিসাইল। শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, আইডিএফ যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে তারা ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা রক্ষায় যেটা করা দরকার সেটাই করবে।
২১ অক্টোবর, ২০২৩
X