২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় ধাপের দলগুলোর খেলায় একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও লেবানন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। অপরদিকে একই গ্রুপের আরেক ম্যাচে ফিলিস্তিনির সঙ্গে গোলশূন্য ড্র করেছে লেবানন। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আর ম্যাচের চার দিন বাকি থাকলেও এরই মধ্যে ঢাকায় পা রেখেছে লেবানন দল।
অবশ্য স্বাগতিক দল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে এখনো ঢাকায় পা রাখেনি। তার আগেই প্রতিপক্ষ লেবানন চলে এসেছে ঢাকায়। বাংলাদেশ দল অস্ট্রেলিয়া থেকে এখন রয়েছে চীনের পথে। চীনের গুয়াংজুতে যাত্রা বিরতি দিয়ে শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবেন জামালরা। আর লেবানন গতকাল রাতে ম্যাচ খেলেই ভোররাতে বাংলাদেশের উদ্দেশে রওনা হন দেশটির ফুটবলাররা।
বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টায় পৌঁছায় লেবানন দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দুই ঘণ্টা সময় লাগে। হোটেলে বিশ্রামের পর বিকেলে অনুশীলন করার কথা রয়েছে দলটির।
আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চার দিন আগে এসেছে। অতিরিক্ত দুই দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে। ১৯-২১ নভেম্বর অভ্যন্তরীণ যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বাফুফে বহন করবে। আগামী ২১ নভেম্বর বসুন্ধরার কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
মন্তব্য করুন