বাস-মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত
চট্টগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক।  নিহতরা হলেন, চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা। তিনি নরসিংদী সদরের চার নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে। ২১তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন, তিনি নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর নাম জাকারিয়া হিমু। তিনি ২১তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে। বর্তমানে তিনি এভারকেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্র বলছে, শাহ আমানত পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা মোটরসাইকেলে ছিলেন। চুয়েটের ফেসবুক পেজে বলা হয়, দুই মেধাবী শিক্ষার্থীর অকালপ্রয়াণে চুয়েট পরিবার মর্মাহত। সর্বশক্তিমান তাদের আত্মা শান্তিতে রাখুক। চুয়েট পরিবার এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
২২ এপ্রিল, ২০২৪

পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
পাবনার চাটমোহরে কোচিং শেষ করে বাড়ি ফেরার পথে করিমনচাপায় রিমি খাতুন নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) চাটমোহর-পাবনা সড়কের অমৃতকুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমি খাতুন অমৃতকুন্ডা এলাকার জাইদুল ইসলামের মেয়ে এবং সেন্ট রিটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে সহপাঠীরা। স্থানীয়রা জানান, এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিলেন সেন্ট রিটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিমি। এ সময় রিমি অমৃতকুন্ডা মোহাম্মদপুর কওমি মাদ্রাসা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা দুধের ক্যানবোঝাই করিমন চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রিমি খাতুনকে চাপা দেয়। স্থানীয়রা রিমি খাতুনকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই করিমনের চালক পালিয়ে যায়। চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুর ২টার দিকে সেন্ট রিটার্স হাইস্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
১১ মার্চ, ২০২৪

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের ধাপুয়া ব্রিজে কাছে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। এদিকে আহতাবস্থায় একই গ্রামের তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৯)-কে আহতাবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।  স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার (৫ মার্চ) কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগ দেন। সারা রাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাত্রে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে পথিমধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে নিয়ন্ত্রণহীনভাবে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হন। গুরুতর আহতাবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছে দেখি ব্রিজের গর্তের ভিতর দুটি মরদেহ ও একটি মোটরসাইকেল পড়ে আছে। আমরা সেগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, পুলিশ ঘটনারস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহতাবস্থায় কর্নেল ঘোষ নামের অপর যুবককে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা প্রস্তুতি চলছে।
০৬ মার্চ, ২০২৪

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জিহাদ হোসেন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা সেন্টার পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু জিহাদ ওই এলাকার জিয়া শেখের ছেলে এবং বাঁশেরবাদা যায়েদ বিন সাবিত হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। স্থানীয়রা জানান, নিহত জিহাদ রাতে বাড়ির সামনে সাইকেল চালানো সময় একটি পাওয়ার ট্রলি তাকে সজরে ধাক্কা দেয়। এতে শিশু জিহাদ ছিটকে পড়লে ট্রলির চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায়, শিশু জিহাদ ৭ পারা কোরআনের হিফজ সম্পন্ন করেছে। শনিবার রাত ১১টায় তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জিহাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় কোন অভিযোগ না দেওয়ায় নিহত শিক্ষার্থী জিহাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
০৩ মার্চ, ২০২৪

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
কুড়িগ্রামে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদমান সাদিক (১৬) ও হিমু (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ঠ্যানারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আবু সাইদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  খোঁজ নিয়ে জানা গেছে, নিহত সাদিক কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। আর হিমু কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী ও ভেলাকোপা গ্রামের মো. নুর ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সাদিক ও হিমু দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে স্থানীয় ধরলা ব্রিজ পাড়ের উদ্দেশে রওনা হন তারা। একপর্যায়ে ব্রিজের পশ্চিম পাড় ঠ্যানারিপাড়া এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হিমুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আবু সাইদ সরকার বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

বগুড়ায় ট্রাকচাপায় তিন শিক্ষার্থী নিহত
বগুড়ায় পৃথক দুই স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কলেজছাত্রী এবং অপর দুজন স্কুলছাত্র। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার সোনাতলা এবং বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাহানা আকতার (১৮), বগুড়ার গাবতলী উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের স্কুলছাত্র সিফাত ইসলাম (১৫) ও  মহানুর রহমান (১৫)।  সোনাতলা থানার এসআই ইমরান হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহানা আকতার তার বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচকুড়ি ব্রিজের কাছে একটি বালুবোঝাই ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহানা আকতার মারা যান এবং তার ভাই আহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।  অপরদিকে বেলা ১১টার দিকে বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা নামক স্থানে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়। বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক তারিকুল ইসলাম জানান, মহানুর রহমান ও সিফাত ইসলাম মোটরসাইকেলযোগে গাবতলীর পোড়াদহ মেলা থেকে শহরে ফিরছিল। পথিমধ্যে বড়িয়া বটতলা এলাকায় বাইপাস সড়কে দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করতে গিয়ে আরোহীসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণ ট্রাকের নিচে চাপা পড়ে থাকা মেটারসাইকেলসহ দু’জনের লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয় এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
১৩ ফেব্রুয়ারি, ২০২৪

ছাত্রলীগ নেতার ঘুসিতে শিক্ষার্থী নিহত
নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান তালুকদারের ঘুসিতে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রেজাউল করিম টিটুর (১৭) মৃত্যু হয়েছে। নিহত রেজাউল উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিমপাড়া গ্রামের মো. আলীর ছেলে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের চাচা মো. আব্দুল হাকিম বলেন, স্থানীয় আইউব আলী খানের ছেলে রোমান সাড়ে ১১টার দিকে আমাদের কারও সঙ্গে আলাপ আলোচনা না করে হঠাৎ করেই ভেকু নিয়ে এসে জমি থেকে মাটি তুলতে থাকে। পরে গ্রামের লোকজন সবাই জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ করলে সে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় গুন্ডা-পান্ডার ভয়-ভীতি দেখায়। পরে এলাকাবাসী জড়ো হলে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রেজাউলকে ঘুষি মারে রোমান। এতে সে মাটিতে পড়ে যায়। গুরুতর অবস্থায় রেজাউলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২ ডিসেম্বর, ২০২৩

ট্রাকচাপায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থী নিহত
নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের সিঅ্যান্ডবি রোডে পণ্যবাহী ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।  সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোডে কাজিপাড়ার সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটে।  নিহত শিক্ষার্থী তৌফিক আহম্মেদ শুভ শের-ই-বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র। তিনি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়েছে। তবে ট্রাক ও ইজিবাইক পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ঘটনার প্রত্যক্ষদর্শী কাজিপাড়া এলাকার সাইফুল জানান, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক আমতলার মোড়ের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি সিঅ্যান্ডবি রোড কাজিপাড়া এলাকার কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী মেডিকেল কলেজ ছাত্র তৌফিক আহম্মেদ শুভর মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় আরও তিনজন যাত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
২৭ নভেম্বর, ২০২৩

ইসরায়েলে হামাসের হামলায় ১০ নেপালি শিক্ষার্থী নিহত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান লড়াইয়ে নেপালের অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। নেপালি রাষ্ট্রদূত কান্ত রিজাল এএনআইকে জানিয়েছেন, ‘নিহতরা অ্যালুমিম কিবুতজের কৃষি বিভাগের শিক্ষার্থী। আরও একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।’ ইসরায়েলে নেপালি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অর্জুন ঘিমিরে এএনআইকে বলেছেন, ‘ইসরায়েলি পুলিশ আমাদের নিশ্চিত করেছে নিহত ১০ নেপালি শিক্ষার্থীর মরদেহ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া কেউ কেউ এখনও যোগাযোগের বাইরে এবং আহত কারও কারও শারীরিক অবস্থা গুরুতর। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।’ দক্ষিণ এশিয়ার এই দেশটির সরকারের রেকর্ড অনুযায়ী, আনুমানিক সাড়ে চার হাজার নেপালের নাগরিক বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন। হামাস ও ইসরায়েলের সংঘাত শুরুর পর নেপাল সরকারও তার নাগরিকদের সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করার অনুরোধ করেছে। এদিকে, হামাস ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এসব হামলায় নিহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলে হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত শনিবার সকাল থেকে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। ওই দিন শনিবার সকালে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশপথে প্রবেশ করে ইসরায়েলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়। একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট ছুড়ে ইসরায়েলি ভূখণ্ডে। হামাসের পক্ষ থেকে সব ফিলিস্তিনি সংগঠন ও তাদের মিত্রকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর সংঘাতে নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে।  
০৯ অক্টোবর, ২০২৩

ট্রাকের ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত
ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার দুপুরে ঢাকার ৩০০ ফুট এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। খিলক্ষেত থানার এসআই সাবরিনা বলেন, গত শুক্রবারে দুর্ঘটনা ঘটলেও আমরা আজ জানতে পেরেছি। তাই গাড়ি কিংবা চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
০৪ সেপ্টেম্বর, ২০২৩
X