ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জিহাদ হোসেন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা সেন্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
শিশু জিহাদ ওই এলাকার জিয়া শেখের ছেলে এবং বাঁশেরবাদা যায়েদ বিন সাবিত হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানান, নিহত জিহাদ রাতে বাড়ির সামনে সাইকেল চালানো সময় একটি পাওয়ার ট্রলি তাকে সজরে ধাক্কা দেয়। এতে শিশু জিহাদ ছিটকে পড়লে ট্রলির চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, শিশু জিহাদ ৭ পারা কোরআনের হিফজ সম্পন্ন করেছে। শনিবার রাত ১১টায় তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জিহাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় কোন অভিযোগ না দেওয়ায় নিহত শিক্ষার্থী জিহাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন