হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি এলেন সিঙ্গাপুরী নববধূ
সিঙ্গাপুরী নববধূ হেলিকপ্টারে চড়ে পঞ্চগড়ে শ্বশুরবাড়ি এসেছেন। মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে মেঘনা এ্যাভিয়েশনের একটি হেলিকপ্টারে পঞ্চগড়ের বোদার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া মডেল স্কুল মাঠে নামেন ওই দম্পত্তি। এসময় পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনরা বিদেশি কনে সহ নব দম্পত্তিকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান। বিদেশি মেয়ে বাংলাদেশিকে বিয়ে করেছেন ও হেলিকপ্টারে চড়ে সিঙ্গাপুরী নববধূ আসবেন এই খবর প্রচারিত হলে তাদের দেখতে স্কুল মাঠে জড়ো হয় হাজার হাজার উৎসুক জনতা। পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আলোকপাড়া গ্রামের মো. শহর আলী ও রহিমা বেগমের ছেলে  সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম শহিদ। তিনি সিঙ্গাপুরের মেয়ে মাইশা শহিদকে বিয়ে করেন। মো. শহিদুল ইসলাম শহিদ জানান, স্ত্রীর ও নিজের ইচ্ছা পুরণে বিয়ের পর হেলিকপ্টারের চড়ে স্ত্রীকে তার শ্বশুরবাড়ি নিয়ে আসলাম। সিঙ্গাপুর থেকে বিমান যোগে ঢাকা পৌঁছে স্ত্রীর ইচ্ছায় হেলিকপ্টার যোগে নিজ গ্রামের বাড়িতে আসেন। ৭ ভাই-বোনের মধ্যে শহিদুল ইসলাম পঞ্চম।
০৮ মে, ২০২৪

বউ-শাশুড়ি লাইব্রেরি গড়তে বই নিয়ে শ্বশুরবাড়ি নববধূ
শাশুড়িকে নিয়ে লাইব্রেরি গড়তে শ্বশুরবাড়িতে দুইশ বই নিয়ে গেছেন নববধূ। শ্বশুর বাড়ির একটি ঘরে ‘বউ-শাশুড়ির বইঘর’ নামে একটি লাইব্রেরি গড়বেন বলে শখ নববধূর। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের কমলনগরে দিনভর প্রতিবেশীরা ওই বাড়িতে এসে নববধূর আনা বই দেখেন। এ সময় তারা এমন কাজের প্রশংসাও করেন। এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নববধূ মেহেরুননেছা মুমু বাবার বাড়ি থেকে বই নিয়ে উপজেলার চর ফলকন গ্রামের শ্বশুরবাড়িতে আসেন। মুমু চর ফলকন গ্রামের ডা. অবাদুল হক চেয়ারম্যান বাড়ির মহিউদ্দিনের মেয়ে। একই গ্রামের রমজান আলী মৌলভী বাড়ির মাকছুদুর রহমানের ছেলে অ্যাডভোকেট এমরান হোসেন নিখিলের সঙ্গে তার বিয়ে হয়। মুমুর পরিবার ও স্বজনরা জানায়, বই পড়তে মুমুর ভালো লাগে। বই সংগ্রহ ও পড়া তার প্রিয় শখ। শ্বশুরবাড়িতে নিয়ে আসা সব বই তার পড়া হয়েছে। এসব বইয়ের বেশিরভাগই তার বিভিন্ন সময়ের জমানো টাকায় কেনা। অল্প কিছু বই জন্মদিনসহ বিভিন্ন দিবসের উপহার, ৮/১০টি বই তার স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার হিসেবে পাওয়া। মুমুর স্বামী অ্যাডভোকেট এমরান হোসেন নিখিল তার স্ত্রীর সঙ্গে করে আনা বইয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাতে প্রশংসা করেছেন অনেকেই। মুমুর মা ছালেহা বেগম জানান, মেয়ের প্রিয় শখ বই পড়া। শাড়ি-চুড়ি, কসমেটিকসে আগ্রহ নেই। ছোট থেকেই টাকা জমিয়ে বই কেনা তার অভ্যাস। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মেয়ের সংগ্রহে থাকা সকল বই নিয়ে যায়।  নববধূর শ্বাশুড়ি কামরুন নাহার বলেন, আমার মেয়ে নেই, দুই ছেলে। ছোট ছেলে বুয়েটে পড়ে, বাড়িতে আমি একা। বড় ছেলের সুবাদে একটা মেয়ে পেয়েছি। এ লক্ষ্মী মেয়ে আসার সময় অনেক বই নিয়ে এসেছে। এতে আমি খুবই খুশি হয়েছি। এখন থেকে আমিও টাকা জমিয়ে তাকে বই কিনে দেব। শ্বশুর মাকছুদুর রহমান বলেন, ছেলের বউ বাবার বাড়ি থেকে বই নিয়ে এসেছে। এমন ছেলের বউ পাওয়া অনেক ভাগ্যের বিষয়। নববধূ মেহেরুন নেছা মুমু বলেন, বই কেনা, বই পড়া আমার শখ। বই উপহার পেতে আমার খুব ভালো লাগে। অনেক দিন থেকে জমানো বইগুলো বাবার বাড়িতে রেখে আসতে মন চাইছিল না; সঙ্গে করে নিয়ে আসলাম। স্বপ্ন দেখছি শ্বশুরবাড়িতে ‘বউ-শাশুড়ির বই ঘর’ নামে একটি লাইব্রেরি গড়ব। এলাকার সকল বউ-শাশুড়ি বই পড়বে। এতে বউ-শাশুড়িদের মধ্যে হৃদ্যতাও বাড়বে।
২৮ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকায় অগ্নিসংযোগ : সেই যুবদল কর্মীকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার
ঢাকাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে এলাকায় চলে আসেন সোনাগাজীর যুবদল কর্মী মোশারফ হোসেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এলাকায় আত্মগোপন করেন তিনি। স্থানীয়রা জানায়, আত্মগোপনে থেকে মোশারফ তার নিজ নামের ফেসবুক আইডিতে শনিবার রাতে আপত্তিকর পোস্ট করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোশারফ তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, ‘রেডি হয়ে যাও যোদ্ধারা, দেশমাতৃকা রক্ষায় যুদ্ধের বিকল্প নাই, ৯ ইউনিয়নে ৯টা মুরগি ধরতে হবে, ইনশাআল্লাহ।’ গত ২৮ অক্টোবর ঢাকাতে বিএনপির মহাসবাবেশ চলাকালে ‘প্রেস লেখা ভেস্ট’ পরা মহানগর যুবদলের সদস্য রবিউল ইসলাম নয়নের পাশে একাধিক ছবিতে তাকে দেখা গেছে বলে দাবি এলাকাবাসীর। ছবি দেখে শনাক্তের পর তাকে এলাকাবাসীর সহয়তায় ধরে পুলিশে সোপর্দ করেছে ইউপি চেয়ারম্যান।  রোববার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মঙ্গলকান্দি এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের নেতৃত্বে তাকে আটক করে সোনাগাজী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মোশারফ হোসেন চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারি গ্রামের শফিউল্লাহ মিয়ার ছেলে। চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, ঢাকায় বিএনপির সমাবেশ চলাকালে সাংবাদিকের পোশাক পরে পিকেটিং ও গাড়িতে অগ্নিসংযোগকারী যুবদল নেতা নয়নের সাথে তাকে দেখা গেছে। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে আমরা ছবি ও ভিডিও দেখে তাকে শনাক্ত করার পর পুলিশে সোপর্দ করেছি। চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, মোশারফ উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী ছিলেন। সে মঙ্গলকান্দি ইউনিয়নের শ্বশুরবাড়িতে গেলে তাকে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করে সরকার সমর্থকরা। ঢাকাতে ভাঙচুরের সাথে জড়িত কি না সেটা জানেন না বলে দাবি করেন বিএনপির এই নেতা। সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম বলেন, মোশারফকে আটকের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যাসহ ৮টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।  তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর সে ঢাকাতে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
০৬ নভেম্বর, ২০২৩

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় জামাই নিহত
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের রাণীচড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বুড়িমুড়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী শাহিনুর আক্তার (২৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হাতুরাপাড়া গ্রামের আলাআমিন (৩২)। স্থানীয় সূত্রে জানা যায়, মাধাইয়া থেকে ছেড়ে আসা নবাবপুরগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীতমুখী ট্রাক চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আলামিন ও শাহিনুর আক্তার নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত আল আমিনের পরিবার সূত্র জানায়, তিন বছর আগে আলআমিন নবাবপুর এলাকায় বিয়ে করেন। নারায়ণগঞ্জ থেকে তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালককে শনাক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৩ অক্টোবর, ২০২৩

শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়ি থেকে স্বপ্না (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে। স্বপ্না ওই এলাকার শফিকুল ইসলাম বাবুর স্ত্রী ও সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ছোনপচা গ্রামের শাহজাহান আকন্দের মেয়ে। ৭ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মিস্টার জানান, স্বপ্নার স্বামী শফিকুল ইসলাম বাবু জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ৮ বছর বয়সী ননদের সঙ্গে ঘুমিয়ে যান। ভোরে উঠে ননদ দেখে তার ভাবি ফাঁসিতে ঝুলে আছে।
২১ অক্টোবর, ২০২৩

শ্বশুরবাড়ি গিয়ে শ্যালিকাকে নিয়ে চম্পট জামাই!
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শ্যালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছে ওই বাড়িরই জামাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বেশ কয়েকদিন পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। গত শুক্রবার (১৮ আগস্ট) ভারতের পুরুলিয়ার বরাবাজারের বেলডি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত শুক্রবার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল জামাই। রাতে খাওয়া দাওয়া শেষে বাসার সবাই ঘুমিয়ে যান। হঠাৎ মাঝ রাতে ঘুম থেকে বাড়ির লোকজন উঠে দেখেন ১৭ বছর বয়সী কিশোরী বাড়িতে নেই। এরপর তারা দেখেন যে জামাইও বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন বুঝতে পারলেন যে, শ্যালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছে জামাই। পরে জামাইয়ের বাড়িতে খোঁজ নেওয়ার পরেও জানা যায় সে বাসাতেও যায়নি তারা। এতে ওই কিশোরীর পরিবারের লোকজন চিন্তায় পড়ে যায়। এ ঘটনায় কিশোরীর পরিবার স্থানীয় থানায় একটি অপহরণের মামলা দায়ের করেছেন। সোমবার রাত পর্যন্ত নিখোঁজ কিশোরী ও জামাইয়ের কোনো সন্ধান পায়নি পুলিশ।
২২ আগস্ট, ২০২৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। গতকাল সোমবার করিমগঞ্জ পৌরসভার খুদিরজঙ্গল বন্দের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মঞ্জিল মিয়া (২৭) জেলার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার আবু তাহেরের ছেলে। জানা গেছে, ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন মঞ্জিল। গত রোববার সন্ধ্যায় তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়। পরে স্ত্রীর সঙ্গে রাগ করে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান মঞ্জিল মিয়া। সকালে তার শ্যালিকা ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের বারান্দায় প্লাস্টিকের রশি দিয়ে ঝুলে রয়েছেন মঞ্জিল মিয়া। মৃত মঞ্জিল মিয়ার মামাতো ভাই মোহাম্মদ হোসেন দাবি করেন, মঞ্জিল মিয়াকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ঝুলিয়ে রেখেছেন। কারণ মঞ্জিলের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল বলে আমরা জানতে পেরেছি। সে কারণেই তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। করিমগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
০৪ জুলাই, ২০২৩
X