রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অগ্নিসংযোগ : সেই যুবদল কর্মীকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

সাংবাদিকের পোশাক পরে গাড়িতে অগ্নিসংযোগকারী যুবদল নেতা নয়নের পাশে সোনাগাজীর যুবদল কর্মী মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত
সাংবাদিকের পোশাক পরে গাড়িতে অগ্নিসংযোগকারী যুবদল নেতা নয়নের পাশে সোনাগাজীর যুবদল কর্মী মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে এলাকায় চলে আসেন সোনাগাজীর যুবদল কর্মী মোশারফ হোসেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এলাকায় আত্মগোপন করেন তিনি। স্থানীয়রা জানায়, আত্মগোপনে থেকে মোশারফ তার নিজ নামের ফেসবুক আইডিতে শনিবার রাতে আপত্তিকর পোস্ট করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোশারফ তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, ‘রেডি হয়ে যাও যোদ্ধারা, দেশমাতৃকা রক্ষায় যুদ্ধের বিকল্প নাই, ৯ ইউনিয়নে ৯টা মুরগি ধরতে হবে, ইনশাআল্লাহ।’

গত ২৮ অক্টোবর ঢাকাতে বিএনপির মহাসবাবেশ চলাকালে ‘প্রেস লেখা ভেস্ট’ পরা মহানগর যুবদলের সদস্য রবিউল ইসলাম নয়নের পাশে একাধিক ছবিতে তাকে দেখা গেছে বলে দাবি এলাকাবাসীর। ছবি দেখে শনাক্তের পর তাকে এলাকাবাসীর সহয়তায় ধরে পুলিশে সোপর্দ করেছে ইউপি চেয়ারম্যান।

রোববার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মঙ্গলকান্দি এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের নেতৃত্বে তাকে আটক করে সোনাগাজী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মোশারফ হোসেন চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারি গ্রামের শফিউল্লাহ মিয়ার ছেলে।

চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, ঢাকায় বিএনপির সমাবেশ চলাকালে সাংবাদিকের পোশাক পরে পিকেটিং ও গাড়িতে অগ্নিসংযোগকারী যুবদল নেতা নয়নের সাথে তাকে দেখা গেছে। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে আমরা ছবি ও ভিডিও দেখে তাকে শনাক্ত করার পর পুলিশে সোপর্দ করেছি।

চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, মোশারফ উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী ছিলেন। সে মঙ্গলকান্দি ইউনিয়নের শ্বশুরবাড়িতে গেলে তাকে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করে সরকার সমর্থকরা। ঢাকাতে ভাঙচুরের সাথে জড়িত কি না সেটা জানেন না বলে দাবি করেন বিএনপির এই নেতা।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম বলেন, মোশারফকে আটকের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যাসহ ৮টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের পর সে ঢাকাতে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

ফুল হয়ে ফোটে খাদ্য-অর্থের অভাব মেটাচ্ছে শাপলা

এফইজেবি’র নতুন সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

নুরের খোঁজ নিলেন আমান উল্লাহ আমান

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে : হাসনাত

১০

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

১১

২৮ বছর পর মা-বাবাকে ফিরে পেল সন্তান

১২

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

১৩

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

১৪

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

১৫

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

১৬

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

১৭

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

১৮

টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

১৯

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

২০
X