সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ভরাউট গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে খুন হলেন লিটন মিয়া (৩০) নামের এক যুবক। তিনি ঘিলাছড়া গ্রামের জুনুর মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার (২৭ জুন) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা য়ায়, নিহত লিটন একই উপজেলার ভরাউট গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার ভোরে তিনি কাজের জন্য বাইরে বের হলে ভরাউট গ্রামের ইজাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান লিটন মিয়ার মাথায় লোহার শাবল দিয়ে একাধিক আঘাত করে। তাৎক্ষণিক লিটনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
সিলেটের জেলা পুলিশের শ্যামল বণিক বলেন, খবর পেয়ে আমার পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে রক্তাক্ত লোহার শাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন