না ফেরার দেশে হকি ফেডারেশনের সহসভাপতি ইউসুফ
না ফেরার দেশে বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সহ সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ। হকির প্রতি নিবেদিতপ্রাণ ও করিতকর্মা ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত হিসেবে বেশ সুনাম ছিল তার। শনিবার (৩০ মার্চ) সকালে সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান ইউসুফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগঠক। তার মৃত্যুতে ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন শোক প্রকাশ করেছেন। গত কয়েক বছর ধরেই হকির ইউসুফ ভাই ডায়াবেটিসসহ নানা রকমের শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ওপর বুধবার (২৭ মার্চ) তার হার্টে ব্লক ধরা পড়ে। চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকেরা ইউসুফের হার্টে রিং পরিয়েছিলেন। ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয় আইসিইউতে। কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারেননি। না ফেরার দেশে চলে গেছেন ইউসুফ।  বাদ আসর চট্টগ্রামের সিডিএ মসজিদে তার নামাজে জানাজা হবে। এরপর চট্টগ্রাম শহরের হজরত গরীবউল্লাহ শাহ (রহ.)-এর কবরস্থানে দাফন করার কথা রয়েছে। ইউসুফকে শ্রদ্ধায় চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ হকিতে আজকের দুটি ম্যাচের আগে এক মিনিট করে নীরবতা পালন করা হয়।
৩০ মার্চ, ২০২৪

মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জ জেলা আ.লীগের সহসভাপতি নিহত
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ (গামা) মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে শহরের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে স্বাস্থ্যের অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় সড়ক পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা আওয়ামী ও জেলা আইনজীবী সমিতি শোকাহত বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস হোসেন ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জিলকদর। নিহত অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ (গামা) টুঙ্গিপাড়া উপজেলার রূপাহাটি গ্রামের কালীপদ বাড়ৈয়ের ছেলে।  নিহতের ভাই মনীন্দ্রনাথ বাড়ই জানান, নিজ প্রতিষ্ঠিত নির্মাণাধীন শেখ ফজলুল করিম সেলিম ল কলেজ থেকে বাসায় ফিরছিলেন তিনি। মহাসড়কের মান্দার তলা এলাকায় গেলে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শহরের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘাতক মোটরসাইকেল আরোহীকে তদন্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান চলছে। 
২৩ মার্চ, ২০২৪

রিহ্যাবের সভাপতি ওয়াহিদুজ্জামান জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ব্রিক ওয়ার্কসের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি-১ হয়েছেন হাভেলি প্রোপার্টি ডেভেলপমেন্টের এমডি লায়ন এম এ আউয়াল, সহসভাপতি-২ পদে আক্তার প্রোপার্টিজের এমডি আক্তার বিশ্বাস, সহসভাপতি-৩ পদে বেসিক বিল্ডার্সের এমডি আব্দুল লতিফ, সহসভাপতি (ফাইন্যান্স) আরমা রিয়েল এস্টেটের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে সহসভাপতি হয়েছেন আর এফ বিল্ডার্সের এমডি দেলোয়ার হোসেন। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। গতকাল রিহ্যাব কার্যালয়ে অফিস বেয়ারার পদের মধ্যে সহসভাপতি-২ ও সহসভাপতি-৩ পদে সরাসরি ভোট হয়। ২৭ ফেব্রুয়ারি রিহ্যাব সদস্যদের সরাসরি ভোটে ২৯ জন পরিচালক নির্বাচিত হন।
০১ মার্চ, ২০২৪

মাদকসহ উপজেলা যুবলীগের সহসভাপতি গ্রেপ্তার
মাদক ব্যবসায়ী ও কলমাকান্দা উপজেলা যুবলীগের সহসভাপতি শরীফ মাহমুদ সুমনকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ৪৮ পিস নেশাজাতক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৪ হাজার ১৫০ টাকা পাওয়া যায়। কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে মাদক ব্যবসায়ী সুমনের (৪৭) বাড়িতে, মাদক কেনা-বেচার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে, তাকে মাদকসহ গ্রেপ্তার করে। সুমন উপজেলার একজন চিহ্নত মাদক কারবারী। সংশ্লিষ্ট থানায় সুমনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এলাকাবাসী জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী সুমন দীর্ঘদিন ধরে উপজেলায় এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের ঘনিষ্ট সহচর হিসেবে নিজেকে পরিচয় দিতেন। কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস বলেন, এরা নেশাখোর ছেলে। আমরা এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। কলামাকান্দা থানার ওসি লুৎফুল হক বলেন, কলমাকান্দা থানা এলাকাকে আমরা মাদক মুক্ত করতে কাজ করছি। অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে থানায় আরও ৪টি মামলা রয়েছে। নতুন আরও একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
২৬ জানুয়ারি, ২০২৪

কারাতের সহসভাপতি পদে স্থিতাবস্থা বহাল
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি হিসেবে কাজ করতে পারবেন না মো. মোস্তাফিজুর রহমান। এ পদে নতুন কাউকে বসানো যাবে না। সম্প্রতি এমন আদেশই দিয়েছেন আপিল বিভাগ। খেলার নামে বিদেশে আদম পাচারের অভিযোগে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমানকে গত বছরের ১৯ আগস্ট অব্যাহতি দিয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। এরপর তাকে পাঁচ বছরের জন্য ফেডারেশনের সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। পরে মো. মোস্তাফিজুর রহমান অব্যাহতি দেওয়ার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। রিটের শুনানি নিয়ে গত বছরের ৬ অক্টোবর হাইকোর্ট বিভাগ তাকে দেওয়া অব্যাহতির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ আরোপ করেন। হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক আপিল বিভাগে সিভিল আপিল দায়ের করেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মামলার বিষয়বস্তুর ওপর উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন এবং শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে চেম্বার আদালতের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।
১৮ জানুয়ারি, ২০২৪

নির্বাচনী কাজে অংশ নেওয়ায় জেলা ছাত্রদল সহসভাপতি বহিষ্কার
বিএনপির নেতা সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন বিজয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন বিজয়ের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। কেন্দ্রীয় ছাত্রদেলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়েছে। 
২৪ ডিসেম্বর, ২০২৩

বিএপিএলসির সভাপতি রূপালী চৌধুরী, সহসভাপতি আলতাফ হোসাইন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী হক চৌধুরী ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইন। তারা ২০২৪-২৫ কার্যকালের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, হামিদ ফেব্রিক্সের এমডি আবদুল্লাহ আল মাহমুদ, বারাকা পাওয়ারের পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, আমরা নেটওয়ার্কসের এমডি-সিইও সৈয়দ ফরহাদ আহমেদ, বাংলাদেশ ফাইন্যান্সের এমডি-সিইও কায়ছার হামিদ, জেমিনি সি ফুডের এমডি কাজী ইনাম আহমেদ, বারাকা পতেঙ্গা পাওয়ারের এমডি মঞ্জুর কাদির, এপেক্স ফুডসের এমডি শাহরিয়ার আহমেদ, ন্যাশনাল ফিড মিলের পরিচালক আদিব হোসেন, ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জিয়াদ রহমান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এমডি-সিইও মো. আপেল, প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালক তাজওয়ার মুহাম্মদ আউয়াল, ইস্টার্ন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক শরিফ হাসান, তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক নুর হোসেন খান, রংপুর ফাউন্ড্রির কোম্পানি সেক্রেটারি আমিনুর রহমান, ড্যাফোডিল কম্পিউটার্সের কোম্পানি সেক্রেটারি মনির হোসেন ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির সেক্রেটারি শরফরাজ হোসেন। বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিএপিএলসি নির্বাচন বিধিমালা ও ডেলটা তপশিল অনুসারে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্প্রতি এ নির্বাচন হয়। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর অন্যতম শীর্ষ সংগঠন বিএপিএলসি।
১১ ডিসেম্বর, ২০২৩

যুবদলের সহসভাপতি পলকে গ্রেপ্তার করেছে র‌্যাব
নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আজ শুক্রবার (১০ নভেম্বর) র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদল ঢাকা জেলার সাবেক সভাপতি, যুবদল ঢাকা জেলার সাবেক সভাপতি, বিএনপি ঢাকা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম পলকে ধানমন্ডির বাসা থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১০ নভেম্বর, ২০২৩

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত কৃষক / পরিবারের পাশে দাঁড়ালেন জেলা আ.লীগের সহসভাপতি বাপ্পি
নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম আসিফুর রহমান বাপ্পি। শুক্রবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম আসিফুর রহমান বাপ্পির নেতৃত্বে দলীয় নেতারা নিহত কৃষক সুফল বিশ্বাসের বাড়িতে যান। এ সময় এস এম আসিফুর রহমান বাপ্পি নিহতের মা দেনতারা বিশ্বাস, সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস, ছেলে সুদেব বিশ্বাসসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।  তিনি আসামিদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এ ছাড়াও যে কোনো পরিস্থিতিতে নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। 
২৬ আগস্ট, ২০২৩
X