নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম আসিফুর রহমান বাপ্পি।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম আসিফুর রহমান বাপ্পির নেতৃত্বে দলীয় নেতারা নিহত কৃষক সুফল বিশ্বাসের বাড়িতে যান।
এ সময় এস এম আসিফুর রহমান বাপ্পি নিহতের মা দেনতারা বিশ্বাস, সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস, ছেলে সুদেব বিশ্বাসসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি আসামিদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এ ছাড়াও যে কোনো পরিস্থিতিতে নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
মন্তব্য করুন