নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আজ শুক্রবার (১০ নভেম্বর) র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদল ঢাকা জেলার সাবেক সভাপতি, যুবদল ঢাকা জেলার সাবেক সভাপতি, বিএনপি ঢাকা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম পলকে ধানমন্ডির বাসা থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন