বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) দ্বিবার্ষিক নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহীদুল ইসলাম। তিনি বনফুল অ্যান্ড কোং লিমিটেড এবং কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। রোববার (৩ সেপ্টেম্বর) এ ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত শহীদুল সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির জ্যেষ্ঠ ছেলে।
ফলাফল অনুযায়ী, বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন ঐক্য পরিষদ প্যানেল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেলের ১৫ সদস্যের সবাই জয়লাভ করেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০৯ জন। বাতিল হয়েছে চারটি ভোট। শহীদুল ইসলাম ১৩৭টি ভোট পেয়েছেন।
মন্তব্য করুন