আজ মুক্তি পেল দুই সিনেমা
ঈদের চতুর্থ সপ্তাহ শেষে নতুন দুই সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার ৩ মে। একটি  মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’। অন্যটি বদরুল আনাম সৌদ পরিচালিত ‌‘শ্যামা কাব্য’। এ ছাড়া ঈদের সিনেমা রাজকুমারও চলবে সিনিপ্লেক্সে।  গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা। পরিচালকের তথ্য অনুযায়ী সিনেমাটি দেশের ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দেখা যাবে রাজধানীর প্রায় সবকটি সিনেপ্লেক্সেও। ‘ডেডবডি’ সিনেমাতে জিয়াউল রোশানের বিপরীতে রয়েছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে তার।  এদিকে শ্যামা কাব্য গত বছরের নভেম্বরে মুক্তির কথা থাকলেও কারণ দেখিয়ে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এবার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। ঢাকার সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো হলে দেখা যাবে এটি। সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এ ছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। শ্যামা কাব্যে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।
০৩ মে, ২০২৪

মুক্তির অপেক্ষায় মিথিলার চার সিনেমা
অভিনেত্রী, সংগীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবক রাফিয়াত রশিদ মিথিলা। যে সেক্টরই তিনি কাজ করেছেন, হয়েছেন সফল, কুড়িয়েছেন জনপ্রিয়তা। এপার বাংলা থেকে ওপার বাংলা, দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এবার ঈদে মুক্তি পেয়েছিল তার ‘কাজলরেখা’ সিনেমা। হয়েছেন প্রশংসিত। এখনো তার হাতে মুক্তির অপেক্ষায় রয়েছে আরও চারটি সিনেমা। মুক্তি প্রতীক্ষিত চারটি সিনেমা নিয়ে মিথিলা বলেন, “এবারের ঈদে বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে আমাদের একটি সিনেমাও রয়েছে। গিয়াস উদ্দিন ভাই পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমা। মুক্তির আগে থেকেই এর গান, লোকেশন ও অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে, যা সরেজমিন দেখতে সম্প্রতি আমি দেশের একটি প্রেক্ষাগৃহে যাই। সেখানে গিয়ে বুঝতে পারি, কাজটি আসলেই ভালো হয়েছে। উপস্থিত সবাই খুব অভূতপূর্ব সাড়া দিয়েছে; যা আমি সত্যিই আশা করিনি। এমন ভালোবাসার কারণও রয়েছে। সিনেমাটি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন নির্মাতা। আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের সেরাটি দেওয়ার জন্য।” এ সময় নিজের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে মিথিলা বলেন, “আমার মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা রয়েছে। যার মধ্যে দুটি বাংলাদেশের এবং দুটি কলকাতার। এ চারটি সিনেমা নিয়েও আমি আশাবাদী। কারণ প্রতিটি সিনেমার গল্পই অসাধারণ। এর মধ্যে ‘মেঘলা’ সিনেমায় আমি নাম ভূমিকায় অভিনয় করছি।” বাংলাদেশে মুক্তির অপেক্ষায় থাকা দুটি সিনেমা হচ্ছে নির্মাতা অরুণ চৌধুরীর ‘জ্বলে জ্বলে তারা’ ও লুবনা শারমিনের শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। অন্যদিকে ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে অর্ণব মিদ্দার ‘মেঘলা’ ও দুলাল দের ‘অরণ্য’।  
৩০ এপ্রিল, ২০২৪

ঢাকার ‘নীল জোছনা’য় পাওলি দাম
টালিউড নায়িকা পাওলি দাম। ২০০৫ সালে নির্মাতা রাজু চৌধুরীর ‘রিভেঞ্জ’ দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এরপর নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’। এবার ঢাকাই ইন্ডাস্ট্রিতে তৃতীয়বারের মতো কাজ করছেন তিনি। সিনেমার নাম ‘নীল জোছনা’। এটি নির্মাণ করবেন ফাখরুল আরেফিন খান। সরকারি অনুদানের এ সিনেমা নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিবিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। যেখানে প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা মিলবে পাওলির।  সম্প্রতি কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফিন খান। তবে সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটি নিয়ে কালবেলাকে এ অভিনেত্রী বলেন, ‘এই সিনেমাটি সঙ্গে আমার কথা হয় আরও এক বছর আগে। এরপর আমি গল্পটি পরি। তারপরই সিদ্ধান্ত নেই কাজটি করার।’  সিনেমায় পাওলির বিপরীতে কে অভিনয় করছে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। তবে দেশের একজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এমনটাই জানান নির্মাতা ফাখরুল আরেফিন খান। খুব শিগগিরই নামটি চূড়ান্ত করা হবে।
২৫ এপ্রিল, ২০২৪

৬ বছরে সিনেমা থেকে কত টাকা আয় করল সৌদি
সৌদি আরবে প্রায় তিন যুগ বন্ধ থাকার পর আবারও সিনেমা হল চালু হয় ২০১৮ সালে। এরপর হু হু করে বাড়তে থাকে হলের সংখ্যা। বর্তমানে দেশটিতে ৬৬টি সিনেমা হল রয়েছে। সম্প্রতি সিনেমা হল খুলে দেওয়ার ৬ বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব। আর এই সময়ের মধ্যে বড় পর্দা থেকে সৌদি রাজস্ব বিভাগ আয় করেছে প্রায় ১ বিলিয়ন ডলার।  জেনারেল অথরিটি ফর মিডিয়া রেগুলেশনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, সৌদির সরকারি তথ্য অনুযায়ী, প্রথম সিনেমা হল খোলার মাত্র ছয় বছরের মাথায় সিনেমা প্রদর্শন থেকে সৌদির রাজস্ব খাতে জমা হয়েছে ৯৮৬ মিলিয়ন ডলার (প্রায় ১১ হাজার কোটি টাকা)।  প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৬ কোটিরও বেশি সংখ্যক সিনেমার টিকিট বিক্রি হয়েছে। আর এই সময়ের মধ্যে দেশটিতে ৪৫টি দেশীয় নির্মিত সিনেমাসহ মোট ১৯৭১টি চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে।  সৌদির সিনেমা হলগুলোতে চলচ্চিত্রের প্রদর্শনীর এই বিরাট সংখ্যা এবং সিনেমা হলের রমরমা ব্যবসা দেশটির বিনোদন সেক্টরে চলচ্চিত্রের ক্রমবর্ধমান বিকাশকে নির্দেশ করে।  চলচ্চিত্র প্রদর্শনীতে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সৌদি আরবের সাংস্কৃতিক ও অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে তার ভিশন ২০৩০ লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। সৌদি সিনেমা অ্যাসোসিয়েশনের সভাপতি হানা আল-ওমাইর সৌদি আরবের সিনেমা বাজারের দ্রুত বিকাশের বিষয়টি তুলে ধরেন। সৌদি সিনেমা বাজারকে তিনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রসারিত বাজার হিসেবে বর্ণনা করেছেন। সৌদি গেজেটের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।  হানা আল-ওমাইর বলেন, শুধু গত বছর সৌদি আরবে প্রায় ১৯টি স্থানীয় প্রযোজিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। তিনি বলেন, সৌদি আরবে সিনেমা শিল্প ধীরে ধীরে বড় হচ্ছে এবং সৌদি সংস্কৃতিতে এটি জায়গা করে নিচ্ছে।  সৌদি আরবে বর্তমানে প্রায় ৬১৮টি স্ক্রিন এবং ৬৩ হাজার ৩৭৩টি আসনসহ ৬৬টি সিনেমা হল রয়েছে। 
২৩ এপ্রিল, ২০২৪

সিনেমা থেকে আয় বাড়াতে সৌদির নতুন উদ্যোগ
ইসলাম ধর্মের কট্টর অনুসারী সৌদি আরব সিনেমা শিল্প সম্প্রসারণের চেষ্টা করছে। দেশটির সরকারের সাম্প্রতিক নীতির পরিবর্তন এ ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার সিনেমা নিয়ে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে হঠাৎ রাজস্ব আয় কমবে বলে মনে হলেও সিনেমা শিল্পকে উৎসাহিত করবে।  এর ফলে কমবে টিকিটের দাম। আরও মানুষ সিনেমা দেখতে হলমুখী হবে। নতুন নতুন সিনেমাও বাজারে আসবে। বাড়বে থিয়েটার। শেষমেশ সৌদি সরকার সিনেমাকে বড় শিল্পে রূপ দিতে সমর্থ হবে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার সিনেমা হল পরিচালনার লাইসেন্স নবায়ন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সিনেমা টিকিটের দাম প্রত্যাশিতভাবে ব্যাপকহারে কমবে। সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ ফিল্ম কমিশনের পরিচালনা পর্ষদের দায়িত্বে রয়েছেন। তিনি প্রস্তাবটি ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী, অস্থায়ী ও বিশেষ বৈশিষ্ট্যের সিনেমার অনুমোদন ফি কমানো হবে। এগুলো তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। প্রত্যেক ক্যাটাগরিতেই বড় আকারে ফি কমানো হয়েছে। এখন থেকে শহরগুলোর স্থায়ী ‘এ’ ক্যাটাগরির সিনেমা হলের ফি ২৫ হাজার সৌদি রিয়াল দিতে হবে। আগে ছিল ২ লাখ ১০ হাজার সৌদি রিয়াল। তেমনি ‘বি’ ক্যাটাগরিতে ১ লাখ ২৬ হাজার থেকে কমিয়ে ১৫ হাজার সৌদি রিয়াল করা হয়েছে। আর ‘সি’ ক্যাটাগরিতে নতুন ফি ৫ হাজার রিয়াল। আগে ছিল ৮৪ হাজার রিয়াল। অস্থায়ী সিনেমা হলের ক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরিতে ১ লাখ ৫ হাজার থেকে কমিয়ে ১৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৬৩ হাজার থেকে কমিয়ে ১০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ফি ৪২ হাজার থেকে কমিয়ে ৫ হাজার রিয়াল করা হয়েছে।  এ ছাড়া চলচ্চিত্র প্রদর্শন, স্ক্রিন পরিচালনাসহ অন্যান্য কমিশনও কমানো হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সৌদি আরবের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফিল্ম কমিশন।  কমিশনের কৌশলগত উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে— সিনেমা খাতের অবকাঠামো উন্নত করা, বিনিয়োগের প্রচার করা এবং স্থানীয় মানুষদের অভিনয় শিল্পের প্রতি আকৃষ্ট করা। যাতে সিনেমা জগতে সৌদির দক্ষ কলাকৌশলী গড়ে উঠে। সংশ্লিষ্টরা সৌদি গ্যাজেটকে জানান, সৌদি জনগণের কাছে সিনেমা সহজলভ্য করতে বৃহত্তর প্রচেষ্টা চলছে। এটি এরই অংশ। তারা মনে করছেন, ফি কমানোর সিদ্ধান্ত চলচ্চিত্র খাতের সমৃদ্ধি আরও উৎসাহিত করবে। এ সিদ্ধান্ত নিশ্চিত করে যে, ফিল্ম কমিশন সৌদি আরবে বক্স অফিস বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছে। পাশাপাশি এ সেক্টরে কোম্পানিগুলোর অর্থনৈতিক অবদান এবং চলচ্চিত্রে সাংস্কৃতিক ও সৃজনশীল বৈচিত্র্যকে সমর্থন করে। চলচ্চিত্র শিল্পের জন্য দেশটির সরকারের কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য পুরোদমে মাঠে কাজ করছে।  আরও বলা হচ্ছে, সিনেমা হল বৃদ্ধিসহ সিনেমা কেন্দ্রীক অন্যান্য প্রতিষ্ঠান বৃদ্ধি হবে। এটি একটি প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলবে। পাশাপাশি তা সিনেমা সেক্টরে বিনিয়োগকে উৎসাহিত করবে।  সে সঙ্গে জনসাধারণের জন্য সিনেমা দেখার সুযোগ বাড়বে। এর মাধ্যমে এই অঞ্চলের চলচ্চিত্র শিল্পে একটি নেতৃস্থানীয় কেন্দ্র হিসেবে সৌদি আরবের অবস্থানকে সুসংহত করবে। এটিই সৌদি আরব সুকৌশলে চাচ্ছে।
২৩ এপ্রিল, ২০২৪

সিনেমা দেখলেই মিলছে বি‌রিয়া‌নি
বগুড়ার ধুনট উপজেলা সদরে ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে ১০০ টাকার প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে বিনামূল্যে এক প্যাকেট বিরিয়ানি তুলে দিচ্ছেন হল কর্তৃপক্ষ। রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টা থেকে দর্শক টানতে সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক এই খাবারের আয়োজন করেন। এটি বিনোদন প্রিয় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরে ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি ১৯৮৪ সালে স্থাপিত হয়। ভালো ছবি নির্মাণ না হওয়ার কারণে সিনেমা হলের দর্শক কমতে থাকে। এক পর্যায়ে দর্শক শূন্যতায় সিনেমা হলটিতে ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ এক দশক পর ২০ এপ্রিল থেকে আবারো ঝংকার সিনেমা হলে ছবি প্রদর্শন শুরু করেছেন হল কর্তৃপক্ষ। বর্তমানে হলে প্রদর্শন হচ্ছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। ঝংকার সিনেমা হলে দর্শকের জন্য ৫০০ আসন রয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে। আগামী এক মাস খাবরের এই ব্যবস্থা চালু থাকবে। সিনেমা হলে প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় ছবি প্রদর্শন করা হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরমের কারণে প্রতিদিন দুপুর ১২টা ও বিকেল ৩টায় দর্শকের উপস্থিতি কম থাকে। তবে সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় হল ভর্তি দর্শক পাওয়া যায়। প্রতিদিন গড়ে আশানুরূপ দর্শকের সাড়া মিলেছ। এক্ষেত্রে লাভের মুখ দেখছেন হলের পরিচালক। হলের দর্শকরা জানান, সিনেমা হলে টিকিটের সাথে বিরিয়ানি ফ্রি পাওয়ার বিষয়টি এবারই প্রথম। হলে বসে ভালো ছবি দেখার পাশাপাশি বিরিয়ানির স্বাদ পেয়ে অনেক খুশি হয়েছি। এই ব্যবস্থা চালু রাখলে সিনেমা হলে দর্শক ফিরে আসবে বলে মনে করেন দর্শকরা। ধুনটে ঝংকার সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন বলেন, সিনেমা হলে যতদিন দর্শক আসবে ততদিন টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি দেওয়া হবে। দর্শক টানতেই এ ব্যবস্থা করা হয়েছে। তবে নির্মাতারা ভালো ছবি তৈরি করলে আবারো সিনেমা হলমুখী হবেন দর্শক। পাশাপশি সরকারি প্রণোদনা পেলে এ ব্যবসায় ঘুরে দাঁড়ানো সম্ভব।  
২২ এপ্রিল, ২০২৪

প্রথমবার সালমানের সঙ্গে কিয়ারা
বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি। বর্তমানে তিনি ‘গেম চেঞ্জার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপর তিনি শুরু করবেন ফারহান আখতারের বহুল আলোচিত ‘ডন ৩’ সিনেমার শুটিং। এরই মধ্যে নতুন খবর প্রকাশ হলো বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে। টাইমস ইন্ডিয়া জানায় প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘সিকান্দার’। এটি পরিচালনা করবেন আমির খানের ‘গজনী’-এর নির্মাতা এ আর মুরুগাদোস। সম্প্রতি কিয়ারাকে এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে দেখা যায়। একই দিন কার্তিক আরিয়ানও গিয়েছিলেন। সিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান, এটি একটি ইমোশনাল ও পাওয়ারফুল সামাজিক গল্প হবে। এটির কাজ নিয়ে সালমানের সঙ্গে আরও পাঁচ বছর আগে আলোচনা হয়েছে। এটি ২০২৫ সালের ঈদে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে।
২২ এপ্রিল, ২০২৪

আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে
প্রায় চার দশক পর ২০১৮ সালে সৌদি আরবে পুনরায় সিনেমা হল চালু করা হয়। এরপর দেশটিতে দ্রুতগতিতে সিনেমা হল ও প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে। নতুন করে সিনেমা হল খুলে দেয়ার ৬ বছরপূর্তি উদ্‌যাপন করেছে সৌদি আরব। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহরজুড়ে থাকা এসব সিনেমা হলে ৬৩ হাজার ৩০০ আসন রয়েছে, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত ছয় বছরে সৌদিতে প্রায় ১ হাজার ৯০০ সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে ৪৫টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন রিয়াল। শুধু গত বছর দেশটিতে ১৬ হাজার ৬০০ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে দেশটি। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এ মুসলিম দেশ। গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায়। চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরিতে অর্থায়নসহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে। সৌদি সরকার পাঁচটি দেশে সৌদি ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। ‘সৌদি ফিল্ম নাইট' নামে মরক্কো, অস্ট্রেলিয়া, চীন, ভারত ও মেক্সিকোতে সৌদি চলচ্চিত্র দেখানো হবে।
২১ এপ্রিল, ২০২৪

সোয়া কোটি টাকায় বিক্রি সিনেমা হল, হবে মাদ্রাসা
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলটি অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। সিনেমা হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে ইদরিসিয়া দারুল কুরআন মাদ্রাসা নামে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। এরই মধ্যে বিক্রির প্রক্রিয়া শেষ বলে জানিয়েছেন মালিকপক্ষ ও ওই মাদ্রাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন। সিনেমা হলের জমিটি ক্রয় করার জন্য ২০ লাখ টাকা বায়নাও করা হয়েছে। সরেজমিন দেখা যায়, সিনেমা হলের সামনের রাস্তার পাশে ‘ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ’ নামে একটি ব্যানার সাঁটানো রয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা, বায়না মূল্য ২০ লাখ টাকা। সদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। মাদ্রাসার রশিদ ছাড়া কোনো ধরনের লেনদেন করবেন না।’ ইদরিসিয়া দারুল কুরআন মাদ্রাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন বলেন, জমি বাবদ বায়না করা হয়েছে ২০ লাখ টাকা। বাকি টাকা পরিশোধের জন্য বিত্তবানসহ সাধারণ মানুষের কাছে সাহায্যও চাওয়া হচ্ছে। আশা করি, দ্রুত জমির নির্ধারিত মূল্যের বাকি টাকা পরিশোধ করে মাদ্রাসা সম্প্রসারণসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে। দলিল করাসহ প্রায় দেড় কোটি টাকা ব্যয় হবে। নরসিংদীর প্রবীণ চলচ্চিত্র প্রযোজক শামসুর রহমান পিন্টু বলেন, দেশের চলচ্চিত্র প্রদর্শন শিল্প ক্রান্তিকাল পার করছে। ক্রমে নিভে যাচ্ছে দেশের হলগুলোর রুপালি পর্দার আলো। নরসিংদীতে গত দুই দশকে বন্ধ হয়ে গেছে ১৫টির বেশি প্রেক্ষাগৃহ। সর্বশেষ হাসনাবাদের ৯০ দশকের ছন্দা সিনেমা হল বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমানে ঢিমেতালে নরসিংদীতে টিকে আছে দু-একটি হল। সবার কাছে স্মার্টফোন, ইন্টারনেট থাকায় এখন সিনেমা, নাটকসহ চিত্তবিনোদন মানুষের হাতের মুঠোয়। তাই এখন মানুষ আর সিনেমা হলে যেতে চাই না। মানুষ এখন মোবাইল ফোন ও ল্যাপটপে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সিনেমা ও নাটক দেখছে। সিনেমা হলের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা মোহাম্মদ ইমন খান জানান, বর্তমানে সিনেমা ব্যবসা মন্দা হওয়ায় তাদের অবস্থা শোচনীয়। মালিকপক্ষ ঠিকমতো বেতন দিতে পারে না। সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই অন্য পেশা বেছে নিচ্ছে। ছন্দা সিনেমা হলের সঙ্গে সংশ্লিষ্ট রুবেল আহমেদ বলেন, দীর্ঘদিন লোকসান গুনে হলটি চলছিল। মাস শেষে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, জেনারেটরসহ নানা মেইনটেন্যান্স খরচ রয়েছে। লোকসানি এই প্রতিষ্ঠান আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। কয়েক বছর আগেও সপ্তাহে দু-একটি সিনেমা রিলিজ হতো, এখন মাসেও একটি হয় না। নতুন সিনেমা মুক্তি পেলে তা দু-এক সপ্তাহের মধ্যেই ইন্টারনেটে বা অন্যান্য কোনো মাধ্যমে পাওয়া যায়। তাই হলে তেমন কেউ সিনেমা দেখতে আসে না। নিরুপায় হয়ে এ ব্যবসা গুটিয়ে ফেলতে হচ্ছে।
২১ এপ্রিল, ২০২৪

মাদ্রাসার কাছে বিক্রি হলো সিনেমা হল
নানা কারণে সিনেমা হলবিমুখ হয়ে পড়েছে দেশের সাধারণ মানুষ। এক সময় যে হলগুলোর ব্যবসা ছিল জমজমাট সেখানে দেখা নেই দর্শকের। এক সময় ঢাকার পাশের জেলা নরসিংদীতে সিনেমা হল ছিল ১৯টি। বর্তমানে সেখানে ২-৩টি সিনেমা হল চালু থাকলেও তেমন সাড়া নেই দর্শকদের। যার কারণে বাকি সিনেমা হলগুলো বন্ধ হওয়ার পথে। এক সময় নরসিংদীর রায়পুরার হাসনাবাদ এলাকার দর্শকপ্রিয় ছিল ‘ছন্দা’ সিনেমা হল ছিল সমাদৃত। দর্শকদের হলবিমুখতাসহ নানা কারণে এ ব্যবসায় নেমেছে ধস। তাই এর পাশের এতিমখানা মাদ্রাসার কাছে হলটি বিক্রি করেছেন মালিক। শনিবার (২০ এপ্রিল) দুপুরে হল এলাকায় দেখা যায়, রাস্তার পাশে একটি ব্যানার সাঁটানো হয়েছে। এতে লেখা রয়েছে, ‘আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা, বায়না মূল্য ২০ লাখ টাকা। সদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। প্রচারে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।’  সিনেমা হলের মালিকপক্ষ বলছে, করোনার পর থেকে নানা কারণে সিনেমা হলে দর্শকের উপস্থিতি কমেছে। ব্যবসায় নেমেছে ধস। ইতিমধ্যে হলটি বায়না দলিলে বিক্রির প্রাথমিক প্রক্রিয়া শেষ।  ইদরিসিয়া দারুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. মোকাররম হোসাইন বলেন, ‘জানতে পারি মালিকপক্ষ হলটি বিক্রি করে দেবে। স্থানীয়রা চিন্তা করে হলটি মাদ্রাসার জন্য ক্রয় করার পরিকল্পনা নেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে ১ কোটি ৩০ লাখ টাকা ধরে, ২০ লাখ টাকায় বায়না দলিল করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩৩ লাখ টাকা জমা পড়েছে। সকলের সহযোগিতা নিয়ে মাদ্রাসাটির নামে ওই স্থাবর সম্পত্তি ৩৩ শতক জমি ওয়াকফ দলিল করা হবে।’ 
২০ এপ্রিল, ২০২৪
X