হিলি স্থলবন্দর দিয়ে আসছে ভারতের পেঁয়াজ
প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মধ্যে। কোরবানির আগে ভারতের পেঁয়াজ আসায় দেশে দাম বাড়বে না, বলছেন সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভারত থেকে মেসার্স আর এস বি ট্রেডার্স পেঁয়াজ আমদানি করে। একটি ট্রাক ৩০ টন পেঁয়াজ নিয়ে হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে এতদিন আমদানি বন্ধ ছিল। গত ৪ মে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তার পরও ৪০ শতাংশ শুল্ক থাকায় নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দিন পর মঙ্গলবার আমদানি শুরু হয়েছে।
১৫ মে, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৮ মে) একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, বুধবার হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সরকারিভাবে উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকবে। তিনি বলেন, এতে করে হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ আছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
০৮ মে, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বুধবার (১ মে) সকালে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষে বুধবার হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল (২ মে) বৃহস্পতিবার যথারীতি দুই দেশের মধ্যে এ কার্যক্রম সচল হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল বলেন, মে দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সচল থাকছে। বুধবার সকাল থেকেই অন্যান্য দিনের মতো যথারীতি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী দুদেশের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
০১ মে, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বাংলা নববর্ষ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে টানা ছয় দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় দুদেশের পাসপোর্টযাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন। আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে হিলি বন্দরে ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হবে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ছয় দিন বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকরা চাইলে বন্দর থেকে পণ্য খালাস করে নিতে পারবেন। হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টযাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।
০৯ এপ্রিল, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানির অনুমতি
দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন ৪৯ আমদানিকারক।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করছেন। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বাজার নিয়ন্ত্রণে বুধবার (৩১ জানুয়ারি) আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ওই দিন থেকেই অনুমতির আবেদন গ্রহণ করা হয়। গতকাল বিকেল থেকে আমদানি অনুমতি পত্র (আইপি) দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৪৯ আমদানিকারক ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যেই আমাদের সার্ভারে আইপি আপলোড দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। আলু এলে দ্রুত খালাস করে দেওয়া হবে। হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, হঠাৎ করে আবার আলুর দাম বৃদ্ধি কারণে বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার ভারত থেকে আলু আমদানি হতে পারে। ফলে বাজারে দাম অনেকটাই কমে যাবে।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার (২৫ ডিসেম্বর) আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন।  তিনি বলেন, আজ শুভ বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি। তাই হিলি বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে ফের আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল আলম বলেন, ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে আজ হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। প্রতিদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে ইমিগ্রেশনের কার্যক্রম ছুটির আওতামুক্ত। এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রীরা ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
২৫ ডিসেম্বর, ২০২৩

হিলি স্থলবন্দর হয়ে আসছে ১২ হাজার টন ভারতীয় আলু
দেশের বাজারে আলুর দাম বৃদ্ধি হওয়ার কারণে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার (২ অক্টোবর) অথবা শুক্রবার ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি উদ্ভিদ সঙ্গনিরোধ উপসহকারী ইউসুফ আলী। তিনি বলেন, দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ১২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রুত প্রক্রিয়া শেষ করে আগামী দুই দিনের মধ্যেই ভারত থেকে আলু আমদানি শুরু হবে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। আমরা হিলির ১০ জন ব্যবসায়ী অনুমতি পেয়েছি। খুব দ্রুত ভারত থেকে আলু আমদানি করা হবে। ফলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে যাবে।
০১ নভেম্বর, ২০২৩

হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি
ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার অব্যাহত রয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে বিষয়টি জানান হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, ‘ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে আজ সোমবার ভারতের ব্যবসায়ীরা এ বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি করবেন না। তবে বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে ভারতের সঙ্গে আবার আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।’ এ বিষয়ে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত আছে। ইমিগ্রেশনের কার্যক্রম ছুটির আওতামুক্ত।’
০২ অক্টোবর, ২০২৩

হিলি স্থলবন্দর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দিনাজপুরের হিলি স্থলবন্দরের থেকে আমদানিকৃত খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় এমপোল উদ্ধার করেছে কাস্টমস। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে হিলি স্থলবন্দরের ২ নম্বর ওজন স্টেশনের সামনে থেকে খৈলবোঝাই ভারতীয় ট্রাক থেকে যাহার নম্বর ডাব্লু বি ১১-সি ১৫২৮ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। এ সময় এসব মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ। ভারতীয় ট্রাকচালক কৃষ্ণ রায় ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে। হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) থেকে আমরা তথ্য পাই যে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মাদক পরিবহন করে নিয়ে আসা হয়েছে। পরে সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা খৈলবোঝাই ট্রাকে অভিযান চালানোর সময় ট্রাকের চালকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল, নেশাজাতীয় অ্যামপোল ৩ হাজার ৮০০ পিস উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি ও এর চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। গাড়ি খালাস হবে না এবং ট্রাক ও চালকের কারপাস আটকে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলে রোববার সকালে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৩
X