খ্রিষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার (২৫ ডিসেম্বর) আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন।
তিনি বলেন, আজ শুভ বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি। তাই হিলি বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে ফের আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল আলম বলেন, ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে আজ হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। প্রতিদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে ইমিগ্রেশনের কার্যক্রম ছুটির আওতামুক্ত। এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রীরা ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
মন্তব্য করুন