মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুধবার (১ মে) সকালে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষে বুধবার হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল (২ মে) বৃহস্পতিবার যথারীতি দুই দেশের মধ্যে এ কার্যক্রম সচল হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল বলেন, মে দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম সচল থাকছে। বুধবার সকাল থেকেই অন্যান্য দিনের মতো যথারীতি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী দুদেশের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন