দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের দাম আবারও বেড়ে যাওয়ায় এই পণ্য আমদানি করা হচ্ছে।
জানা গেছে, গত দুই দিন এই বন্দর দিয়ে অন্যান্য পণ্য আমদানি হলেও লোকসানের আশঙ্কায় কাঁচামরিচ আমদানি বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।
বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মেসার্স সততা বাণিজ্যালয়, মেসার্স সম্পা ট্রেডার্স ও বিকে এন্টারপ্রাইজ নামের ৩টি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রায় ২৯ টন কাঁচামরিচ আমদানি করে।
কাঁচামরিচ আমদানিকারকরা বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম আবারও বাড়ছে। বেশি আমদানি করলে দেশের বাজারে অস্থিরতা কমে যাবে। গত দুই দিন আগে আমরা এলসি করেছিলাম। সেই এলসির কাঁচামরিচ আজকে আমদানি হলো। পাইপলাইনে আরও কাঁচামরিচ আছে।
মন্তব্য করুন