দেশের বাজারে আলুর দাম বৃদ্ধি হওয়ার কারণে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার (২ অক্টোবর) অথবা শুক্রবার ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি উদ্ভিদ সঙ্গনিরোধ উপসহকারী ইউসুফ আলী।
তিনি বলেন, দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ১২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রুত প্রক্রিয়া শেষ করে আগামী দুই দিনের মধ্যেই ভারত থেকে আলু আমদানি শুরু হবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। আমরা হিলির ১০ জন ব্যবসায়ী অনুমতি পেয়েছি। খুব দ্রুত ভারত থেকে আলু আমদানি করা হবে। ফলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে যাবে।
মন্তব্য করুন