অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসার নতুন একটি প্রবণতা দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে। কিছু ক্রিকেটারদের জন্য রিভার্সিং অবসরের সিদ্ধান্তটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। অবসর ভেঙে ক্রিকেটে ফিরে এসে আগের থেকে আরও ধারালো ছিলো তাদের পারফর্ম। এমনি তিনজন ক্রিকেটারদের একটি তালিকা রয়েছে যারা অবসর থেকে ফিরে আসার পর আগের চেয়ে সফল হয়েছিলেন।
শহীদ আফ্রিদি
পাকিস্তানের সেরা ক্রিকেট তারকাদের একজন হলেন অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ক্রিকেটে যদি অবসর নিয়ে কোনো ধরণের আলোচনা হয় তাহলে পাকিস্তান তারকা থাকবেন প্রথম স্থানে। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার ২০০৬, ২০১০, ২০১১, ২০১৪ এবং ২০১৭ সালে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে ২০১৭ সালের পর অবসর ভেঙে আর জাতীয় দলে ফিরে আসেননি তিনি।
২০০৬ সালে অবসর নিলেও ইউটার্ন নিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরে আসেন আফ্রিদি। ২০০৯ সালেই ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে টানা দুটি ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বলতে গেলে একক দক্ষতায় পাকিস্তানকে সেবার বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন বুমবুম আফ্রিদি।
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে আফ্রিদিকে বরখাস্ত করেছিল পিসিবি। এ ঘটনায় আবার অবসরের ঘোষণা দেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার।
পাঁচ মাস পর আবারও ইউটার্ন নেন আফ্রিদি। তৃতীয়বারে মতো পাকিস্তান দলে ফিরে আসেন তিনি। এর পর ওয়ানডে ক্যারিয়ারের সেরা কিছু নক খেলেছেন এই পাকিস্তান কিংবদন্তি। ২০১৪ সালের এশিয়া কাপে সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স করেছিলেন তিনি। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচজয়ী ১৮ বলে অপরাজিত ৩৪ রান করেছিলেন। অশ্বিনের শেষ ওভারে টানা দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ভারতকে কাঁদিয়ে পাকিস্তানকে ফাইনালে পৌঁছে দেন। এছাড়া একই প্রতিযোগিতায় বাংলাদেশের বিপক্ষে ২৫ বলে ৫৯ রানের টর্নেডো ইনিংস খেলে পাকিস্তানকে হারানো ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বুমবুম আফ্রিদি।
ভানুকা রাজাপাকসে
শ্রীলঙ্কার উদীয়মান তারকাদের একজন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকসে। ২০২২ সালের জানুয়ারীতে অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন। পারিবারিক কারণ উল্লেখ করে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটার। তবে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী ভানুকার অবসর গ্রহণের অস্বীকৃতি জানিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ জানিয়েছিলেন।
২০২২ সালের জুনে এশিয়া কাপের জন্য লঙ্কান শিবিরে ফিরে আসেন রাজাপাকসে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে ৪৫ বলে ৭১ রানের একটি দুর্দান্ত ক্যামিও খেলেনে এই মারকুটে ব্যাটার। তার এই মূলবান ইনিংসে ভর করে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।
ডোয়াইন ব্রাভো
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসের পাতায় এক উজ্বল নক্ষত্রের নাম ডোয়াইন ব্রাভো। উইন্ডিজের সাবেক এই পেস অলরাউন্ডার ২০১৮ সালে অবসর নিয়েছিলেন। কিন্তু ২০১৯ সালের শেষের দিকে ক্যারিবিয়ান বোর্ড প্রশাসনে পরিবর্তন আসলে নিজের অবসরের সিদ্ধান্ত পাল্টায় ডিজে ব্রাভো। ২০২০ সালে আবারও উইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি খেলা শুরু করেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
২০২০ এবং ২০২১ সালে ২৬ উইকেট শিকার করেছিলেন ডোয়াইন ব্রাভো। অবসর থেকে ফিরে আসার পর ওভার প্রতি ইকোনমি রেট ছিল সাতেরও কম। অবশেষে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ডিজে ব্রাভো।
মন্তব্য করুন