স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়ে মোটা অঙ্কের পুরস্কার পাচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা

পিসিবি ও এসিসি প্রধান মহসিন নকভির কাছ থেকে শিরোপা নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক। ছবি : সংগৃহীত
পিসিবি ও এসিসি প্রধান মহসিন নকভির কাছ থেকে শিরোপা নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক। ছবি : সংগৃহীত

দুবাইয়ের রাতটা শুধু ভারতকে হারিয়ে একটি ট্রফি জয়ের আনন্দে নয়, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন এক আশ্বাসের গল্পও লিখে দিল। ভারতের বিপক্ষে দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা এলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে—চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের জন্য মোটা অঙ্কের নগদ পুরস্কার।

পিসিবি–সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ১৫ জন খেলোয়াড়ের প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নকভি। শুধু পুরস্কার ঘোষণাতেই থেমে থাকেননি তিনি। দুবাইয়ে দলের সঙ্গে এক বৈঠকে ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে প্রশংসা করেন এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস জোগান।

সূত্র আরও জানায়, এই বৈঠকে মহসিন নকভি তরুণ ক্রিকেটারদের আশ্বস্ত করেছেন—তাদের পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনের দিকে পিসিবি সর্বোচ্চ গুরুত্ব দেবে। চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। বোর্ডের শীর্ষ মহলের এমন বার্তা পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘমেয়াদি পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে।

এর আগে রোববার দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে রীতিমতো বিধ্বস্ত করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচ শেষে অধিনায়ক ফারহান ইউসাফের হাতে ট্রফি তুলে দেন মহসিন নকভি নিজেই। সেই মুহূর্তকে ‘গর্বের’ বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, “ভয়ডরহীন ক্রিকেট, অসাধারণ মানসিকতা আর স্মরণীয় পারফরম্যান্স—এই দলটা পাকিস্তানকে গর্বিত করেছে।”

ফাইনালে বিশেষভাবে নজর কেড়েছেন ওপেনার সামির মিনহাস। চাপের ম্যাচে ১৭২ রানের অনবদ্য ইনিংস খেলে পাকিস্তানের বিশাল সংগ্রহের ভিত গড়ে দেন তিনি। নকভি আলাদাভাবে তাঁর প্রশংসা করে বলেন, বড় মঞ্চে এমন শান্ত ও পরিণত ইনিংস ভবিষ্যতের তারকার পরিচয় বহন করে।

৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। আলি রাজার চার উইকেটের ঝলক আর সহায়তা বোলারদের ধারাবাহিক আঘাতে একতরফা হয়ে যায় ম্যাচ। ফলে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ভিন্নরকম’ কর্মসূচি

জামায়াতের এক নেতা বহিষ্কার

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাবেন বরিশালের পাঁচ লক্ষাধিক নেতাকর্মী

বিলের লিজের টাকা চাওয়ায় জমির মালিকদের বাড়িঘরে হামলা

গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ডেনমার্কের

২০২৬ বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমার

এবার আগরতলা-শিলিগুড়িতেও ভিসা কার্যক্রম বন্ধ

সরকারের গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান, যা বললেন সাদিক কায়েম

১০

নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

১১

গিল পরীক্ষা ব্যর্থ, আবারও হার্দিকের দিকেই ফিরছে বিসিসিআই

১২

বাংলাদেশে ভারতীয় সব ভিসাকেন্দ্র কখন চালু হবে, জানালেন প্রণয় ভার্মা

১৩

বাউবিতে দাবি আদায়ের জন্য প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

১৪

গানম্যান পেলেন এনসিপির যে ৬ নেতা

১৫

খুনের আরেক মামলায় সাজ্জাদ দম্পতি গ্রেপ্তার

১৬

বাংলাদেশ হাইকমিশন নিয়ে কঠোর হুঁশিয়ারি শুভেন্দুর

১৭

বিএনপির মনোনয়ন না পাওয়া পাঁচ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

১৮

ভারতকে হারিয়ে মোটা অঙ্কের পুরস্কার পাচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা

১৯

মনোনয়নবঞ্চিত হয়েও দলের নামেই ফরম নিলেন বিএনপি নেতা

২০
X