স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজকোটে ইংলিশদের বিরুদ্ধে রোহিতদের রেকর্ড জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন পার হওয়ার পর মনে হচ্ছিল ভারতের চেয়ে সফরকারী ইংলিশরাই এগিয়ে আছে। তবে দুই দিনের মধ্যেই সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গেল। যেন লড়াই করাই ভুলে গেল বাজবলের ধারকরা। যার ফলে ইংলিশদের রেকর্ড ব্যবধানে হারিয়ে চার দিনেই রাজকোট টেস্ট জিতে নিল স্বাগতিকরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ভারতের দেওয়া ৫৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয় ইংল্যান্ড। আর এর ফলে ভারত তাদের ৫৭৭ টেস্টের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় পায়। ৪৩৪ রানের বড় এই জয়ের আগে ২০২১ সালে নিউজিল্যান্ডসের বিপক্ষে ৩৭২ রানের জয়টি ছিল ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

তৃতীয় দিন শেষেই টেস্টে শক্ত অবস্থানে ছিল ভারত চতুর্থ দিনে যা তারা একেবারে সফরকারীদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। যদিও সকালের সেশনে অনাকাঙ্ক্ষিতভাবে শতক থেকে দশ রান দূরে থাকতে ভুল বোঝাবুঝিতে রান আউট হন শুভমান। ২৭ রান করে আউট হন নাইটওয়াচ ম্যান কুলদীপ।

পিঠের চোটে তৃতীয় দিন শেষ দিকে রিটায়ার্ট হার্ট হয়ে উঠে যাওয়া যশস্বী জয়সওয়াল চতুর্থ দিন শুভমান আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন তিনি। দেখে মনে হয়নি, পিঠে কোনো সমস্যা হচ্ছে। শুরু থেকে সেই একই মেজাজ। তার সঙ্গে সাবলীল ব্যাটিং শুরু করেন সরফরাজ খান। প্রথম ইনিংসের মতোই ব্যাট করছিলেন তিনি। দুই ব্যাটার মিলে দলের রানকে ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।

একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করেন জয়সওয়াল। একইসঙ্গে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দুটি ডাবল সেঞ্চুরি করলেন তিনি। আগে এই রেকর্ড ছিল বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির দখলে। প্রথম ভারতীয় হিসেবে নিজের প্রথম ৩টি শতরানেই ১৫০-র বেশি রানে নিয়েছেন ২২ বছর বয়সী এ ব্যাটার।

জয়সওয়ালের পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন সরফরাজও। তিনিও শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু এই ইনিংসেও তার শতরান হলো না। কারণ ৪ উইকেটে ৪৩০ রানের মাথায় ডিক্লেয়ার করে দেন অধিনায়ক রোহিত। ফলে জয়সওয়াল ২১৪ ও সরফরাজ ৬৮ রানে অপরাজিত থাকেন।

৫৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া ছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেট রান আউট হন। রান পাননি জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট ও জনি বেয়ারস্টো। বেন স্টোকস কিছুটা চেষ্টা করলেও পারেননি। ৫০ রানে ৭ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। রবীন্দ্র জাডেজা ও কুলদীপের স্পিন জুটিকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন ইংরেজ ব্যাটারেরা।

অষ্টম উইকেটে কিছুটা জুটি বাঁধেন বেন ফোকস ও টম হার্টলি। মার্ক উড শেষে বেশ কয়েকটি বড় শট খেলেন। কিন্তু ভারতীয়দের বোলিং তোপে ইংলিশরা ৪০ ওভারও খেলতে পারেনি। ৩৯.৪ ওভারে ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিতরা। বাজবল যুগে প্রথমবার এত বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। ৪০০ রানের অধিক ব্যবধানে তারা সর্বশেষ হেরেছিল ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ভারতের বিপক্ষে এর আগে ২০২১ সালে সর্বোচ্চ ৩১৭ রানের ব্যবধানে হারের রেকর্ড ছিল ইংলিশদের। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একাই ৫ উইকেট নেন জাদেজা।

হায়দরাবাদে প্রথম টেস্ট হারের পর বিশাখাপতনাম ও রাজকোটে জয় তুলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের চতুর্থ টেস্ট আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১০

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১১

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১২

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১৩

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১৪

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করা হবে : মাহফুজ

১৬

শজিমেক হাসপাতালের উপ-পরিচালকের পদায়ন স্থগিতের দাবি

১৭

সিলেটে পাথর লুটে ১৩৭ নাম

১৮

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

১৯

ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসী, শীর্ষে যে দেশ

২০
X