বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ড নারী দলের বিপক্ষে ছেলেদের অনূর্ধ্ব–১৫ দলের ৭ গোল

সুইজারল্যান্ড নারী দল। পুরোনো ছবি
সুইজারল্যান্ড নারী দল। পুরোনো ছবি

নিজেদের ঘরের মাঠে ইউরো ২০২৫ শুরু হতে যাচ্ছে মাত্র কয়েক দিনের মধ্যে। অথচ তার আগে বড় এক অস্বস্তিকর ঘটনার মুখে পড়েছে আয়োজক সুইজারল্যান্ড নারী ফুটবল দল। প্রস্তুতি ম্যাচে তাদেরকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে এফসি লুসার্নের অনূর্ধ্ব–১৫ দল।

গোপনে আয়োজিত ম্যাচটি ছিল বন্ধ দরজার আড়ালে, তবে টিকটকে এক কিশোর ফুটবলারের পোস্টেই ফাঁস হয়ে যায় ম্যাচের স্কোরলাইন। দ্রুত সেই ভিডিও মুছে ফেললেও ততক্ষণে ৭-১ ব্যবধানে পরাজয়ের খবর পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ায়।

নারী দলের মুখপাত্র সভেন মিকোসে এ নিয়ে বলেন, ‘নারী ফুটবলে অনূর্ধ্ব বয়সভিত্তিক ছেলেদের দলের বিপক্ষে খেলা মোটেও অস্বাভাবিক কিছু নয়। এ ধরনের ম্যাচগুলো আমাদের জন্য শারীরিক প্রস্তুতির অংশ। ম্যাচের ফলাফল নয়, বরং গতি, চাপ ও কৌশলগত অনুশীলনই এখানে মুখ্য।’

তিনি আরও বলেন, ‘এই ম্যাচগুলোর ইন্টেনসিটি ও কভারেজ অনেক সময় আন্তর্জাতিক ম্যাচের মতোই হয়ে থাকে। তাই ফলাফলের চেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশটাই জরুরি।’

সুইজারল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন আলায়াহ পিলগ্রিম। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ম্যাচে অংশ নিয়েছেন সুইজারল্যান্ড নারী দলের সবচেয়ে আলোচিত তারকা আলিশা লেমানও। জাতীয় দলের মূল একাদশে জায়গা হারানো ও জুভেন্টাসে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তাকে নিয়ে ছিল শঙ্কা। তবে প্রস্তুতি ম্যাচে খেলায় বুঝিয়ে দিলেন, ইউরো দলে ফেরার লড়াইয়ে তিনি আছেন।

এফসি লুসার্নের বিপক্ষে এই বড় হারই প্রথম নয়। প্রস্তুতির অংশ হিসেবে আগেও দুইটি যুব দলের বিপক্ষে খেলেছে সুইস মেয়েরা। এফসি সোলোথার্নের অনূর্ধ্ব–১৫ দলের কাছে ২-১ গোলে হেরেছিল তারা, আর এফসি বিয়েল অনূর্ধ্ব–১৫ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।

সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া ইউরো ২০২৫ এর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে আইসল্যান্ড ও ফিনল্যান্ড (২ জুলাই)। স্বাগতিকদের প্রথম ম্যাচ নরওয়ের বিপক্ষে, সেটি অনুষ্ঠিত হবে সেন্ট জ্যাকব পার্কে।

নারী ও পুরুষ ফুটবলের শারীরিক ক্ষমতা ও খেলার ধরন ভিন্ন। তাই প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব–১৫ ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলার রীতি অনেক নারী জাতীয় দলই অনুসরণ করে থাকে। এতে ফলাফল নয়, বরং গতি, ট্যাকটিকস ও চাপ সামলানোর অনুশীলনটাই মুখ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

‘গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

১০

ধানের শীষে ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে : মাসুদুজ্জামান

১১

বৃহস্পতিবার রাজধানীর ১৪ স্পটে অবস্থান নেবে শিবির

১২

দুই ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা গ্রে’প্তা’র

১৩

কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, ২৮ পয়েন্টে নিরাপত্তা চৌকি

১৪

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

১৫

ব্যানারসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

যুবককে দুবাই নিয়ে বিক্রি, দুই মানব পাচারকারীর কারাদণ্ড

১৭

অস্তিত্ব সংকটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গা হাট

১৮

রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১৯

ধানমন্ডিতে ৪ ককটেলসহ একজন আটক

২০
X