স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

রোহিত শর্মা ও পল স্টার্লিং। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা ও পল স্টার্লিং। ছবি : সংগৃহীত

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে নতুন নাম যুক্ত হলো। আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং ভেঙে দিলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার দীর্ঘদিনের রেকর্ড। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে নিজের ১৬০তম ম্যাচ খেলেই রেকর্ডের একক মালিক হলেন স্টার্লিং।

এর আগে ১৫৯ ম্যাচ নিয়ে শীর্ষে ছিলেন রোহিত শর্মা, যিনি ২০০৭ থেকে শুরু করে ১৭ বছরের টি–টোয়েন্টি ক্যারিয়ারে এই মাইলফলক গড়েছিলেন। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেওয়ার মাধ্যমে রোহিতের সেই রেকর্ড দীর্ঘদিন অক্ষত ছিল—অবশেষে সেটিই ভাঙলেন স্টার্লিং।

অবশ্য রেকর্ড গড়া ম্যাচে ব্যাট হাতে খুব বেশি অবদান রাখতে পারেননি স্টার্লিং। ওপেনিংয়ে নেমে তিনি করেন মাত্র ৮ রান। তবে ব্যক্তিগত স্কোর যতই ছোট হোক, ম্যাচটি তাকে টি–টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার হিসেবে স্থায়ীভাবে জায়গা করে দিয়েছে।

বর্তমানে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় স্টার্লিংয়ের পরেই আছেন তারই সতীর্থ জর্জ ডকরেল (১৫৩ ম্যাচ) ও আফগানিস্তানের মোহাম্মদ নবি (১৪৮ ম্যাচ)। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও রয়েছেন শীর্ষ পাঁচে।

রেকর্ডের দিনে দলীয় পারফরম্যান্সেও দারুণ ছিল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে তারা তোলে ১৭৮ রান। রস অ্যাডায়ার করেন ৩৯ রান, লোরকান টাকার যোগ করেন ৩৮। এছাড়া মাঝের ওভারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেঞ্জামিন কালিটজ ও জর্জ ডকরেল।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আমিরাত। আয়ারল্যান্ডের বোলিং আক্রমণে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নেয় সফরকারীরা। ম্যাথিউ হামফ্রিস ও গ্যারেথ ডেলানি তিনটি করে উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত আমিরাতকে ৫৭ রানে হারিয়ে সিরিজের শুরুতেই শক্ত বার্তা দেয় আয়ারল্যান্ড।

রেকর্ড ভাঙা আর বড় ব্যবধানের জয়—দুই মিলিয়ে এই ম্যাচটি পল স্টার্লিং ও আয়ারল্যান্ড ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকল। চাইলে আমি এটাকে আরও সংক্ষিপ্ত ব্রেকিং নিউজ ভার্সন বা হেডলাইন-ফোকাসড কপি করে দিতেও পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X