স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কোপার দল গঠনে মধুর সমস্যায় স্কালোনি

লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরু হতে বাকি আর মাত্র এক মাস। আসরটির জন্য বেশিরভাগ দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। অন্য দলগুলোর মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও স্কোয়াড দিয়েছে। তবে মূল আসর শুরুর আগে আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি রয়েছেন মধুর সমস্যায়। ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য ঘোষিত ২৯ সদস্যের স্কোয়াড থেকে তাকে চূড়ান্ত করতে হবে কোপায় আকাশি-নীলদের হয়ে খেলা ২৬ জনকে।

এই ম্যাচগুলো যথাক্রমে ৯ ও ১৪ জুন শিকাগো এবং ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। প্রীতি ম্যাচ হলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ কারণ স্কালোনি টুর্নামেন্টের জন্য তার স্কোয়াড ২৯ থেকে ২৬ জনে করবেন এই দুই ম্যাচ থেকেই। তাই এখন স্কোয়াড ঘোষণার পর বড় প্রশ্ন প্রতিভায় ঠাসা স্কোয়াড থেকে কোন তিনজন বাদ পড়বেন?

বর্তমান স্কোয়াডে থাকা তিনজন খেলোয়াড় যারা প্রীতি ম্যাচগুলোতে অংশ নেবেন ঠিকই তবে শেষ পর্যন্ত তারা কোপা আমেরিকায় যেতে পারবেন না। স্কালোনির সিদ্ধান্ত অবশ্য এই প্রস্তুতি ম্যাচগুলোর সময় খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপরনির্ভর করবে এবং চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছে তার ঘোষণা এই ম্যাচগুলোর পরপরই জানা যাবে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘোষিত বর্তমান স্কোয়াডে ১১ জন রক্ষণভাগের খেলোয়াড় রয়েছে, যা ইঙ্গিত দেয় যে স্কালোনি দলের ভারসাম্য ঠিক রাখতে দুজন ডিফেন্সের খেলোয়াড়কে বাদ দিতে পারেন। তাদের মধ্যে লুকাস মার্টিনেজ কোয়ার্তা, লিওনার্দো বালের্ডি এবং ভ্যালেন্তিন বারকো সম্ভাব্যভাবে বাদ পড়তে পারেন। ফিওরেন্তিনার ফুটবলার মার্টিনেজ কোয়ার্তা এবং অলিম্পিক ডি মার্সেইয়ের বালের্ডি দুজনেই অপেক্ষায় আছেন স্কালোনির সিদ্ধান্তের জন্য। অন্যদিকে চলতি বছরের মার্চে এল সালভাদরের বিপক্ষে অভিষেক হওয়া সত্ত্বেও, বারকোকে আর্জেন্টিনার অলিম্পিক দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তাই মূল স্কোয়াডে ভ্যালেন্তিন বারকোর অন্তর্ভুক্তি এখনও অনিশ্চিত, যদিও তিনি এই মৌসুমে ভালো পারফরম্যান্স করেছেন। তবে এ ছাড়াও নিকোলাস ট্যাগলিয়াফিকো এবং মার্কোস আকুনার উপস্থিতির কারণে বারকোর সুযোগ কমে যেতে পারে।

মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনে, ভ্যালেন্তিন কারবোনি এবং অ্যাঞ্জেল কোরেয়া মূল স্কোয়াডে জায়গার জন্য লড়ছেন। কারবোনি, যিনি সম্প্রতি সিনিয়র দলে অভিষেক করেছেন, বর্তমানে মনজায় দুর্দান্ত খেলছেন। অন্যদিকে, অ্যাথলেটিকো মাদ্রিদের অভিজ্ঞ খেলোয়াড় কোরেয়া পূর্ববর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপে খেলার মূল্যবান অভিজ্ঞতা নিয়ে আসছেন।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্কালোনির ওপর নির্ভর করবে, যিনি খেলোয়াড়দের বর্তমান ফর্ম এবং প্রীতি ম্যাচের সময় তাদের অবদান বিবেচনা করবেন।

অপেক্ষার মধ্যে, সবার নজর আসন্ন প্রীতি ম্যাচগুলোর দিকে। স্কালোনির চূড়ান্ত স্কোয়াড ঘোষণা শুধু খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্সই প্রতিফলিত করবে না বরং কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলের কৌশলগত প্রয়োজনগুলিও প্রতিফলিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১০

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১১

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১২

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৩

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৪

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৫

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৬

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৭

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৮

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৯

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

২০
X