

জাপানের এক সামরিক বিমানের ওপর চীনা যুদ্ধবিমান রাডার লক করার পর টোকিওতে চীনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। খবর এএফপির
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি তাইওয়ানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। তার পরপরই এই ঘটনা ঘটায় জাপান বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৬ ডিসেম্বর) ওকিনাওয়ার কাছে আন্তর্জাতিক জলসীমায় চীনের জে-১৫ যুদ্ধবিমান জাপানি বিমানের ওপর দুইবার রাডার লক করে। এতে কোনো ক্ষতি হয়নি, তবে প্রথমবারের মতো জাপান এমন ঘটনা প্রকাশ করলো।
চীন বলছে, জাপানি বিমানগুলো তাদের নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকায় ঘন ঘন ঢুকে পড়ে এবং চীনের স্বাভাবিক মহড়া ব্যাহত করে। টোকিওর অভিযোগকে তারা ‘বাস্তবতার সঙ্গে অসঙ্গত’ বলে মন্তব্য করেছে।
জাপানের উপ–পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি চীনা রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করে বলেছেন, এই ধরনের বিপজ্জনক আচরণ অত্যন্ত দুঃখজনক।
মন্তব্য করুন