

মিয়ানমারের সামরিক জান্তা আগামী মাসের নির্বাচনের আগে ৮ হাজার ৬৬৫ বন্দিকে ক্ষমা বা মামলা প্রত্যাহারের মাধ্যমে মুক্তি দিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এ খবর জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, মুক্তি পাচ্ছেন এমন বন্দিরা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন। মানবাধিকার সংগঠনগুলো এ ভোটকে আগেই ‘প্রহসন’ বলে সমালোচনা করেছে। ২০২১ সালের অভ্যুত্থানে জান্তাবাহিনী ক্ষমতা দখল করলে দেশজুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এর মধ্যেই জান্তা ডিসেম্বর থেকে ভোট আয়োজনের ঘোষণা দিয়ে বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে ‘স্বাভাবিক অবস্থা’ ফিরছে।
মন্তব্য করুন