বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৯:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রেই আটকা মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি

দুই দেশকেই অপেক্ষায় থাকতে হবে
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রেই আটকা মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি

সৌদি আরব যদি ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় এই দেশটির সঙ্গে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তিতে যুক্তরাষ্ট্র স্বাক্ষর করবে না। দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন। অন্যদিকে সৌদি আরবও জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হলে তারাও ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। আর এরকম অবস্থায় আটকে আছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বহুল আলোচিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’। খবর ফিন্যান্সিয়াল টাইমস ও আল আরাবিয়ার

ফিন্যান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকারে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ সৌদির অন্তর্ভুক্তি-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সুলিভান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সমঝোতার মূল ভিত্তি এবং দর্শন হলো সমন্বয় বা ঐক্যের ভিত্তিতে সামনে অগ্রসর হওয়া। ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক এই দর্শনের একটি অংশ, তেমনি অন্যদিকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণও এর আর একটি অংশ। এই দুই অংশই পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। আপনি কোনোটিকেই বাতিল করতে পারবেন না। যদি বাতিল করেন, তাহলে সমঝোতার ভিত্তিই আর থাকে না।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প প্রথম ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ মুসলিম আরব রাষ্ট্রগুলোর সামনে ‘আব্রাহাম অ্যাকর্ড’ নামের একটি বিশেষ চুক্তির প্রস্তাব করেন। এ চুক্তির শর্ত অনুযায়ী মধ্যপ্রাচ্যের যেসব দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে, আব্রাহাম অ্যাকর্ডের আওতায় সেসব দেশকে বিশেষ সামরিক ও বাণিজ্যিক সহায়তা দেবে ওয়াশিংটন। তৎকালীন ট্রাম্প প্রশাসনের দুই বছরের তৎপরতার পর ২০২০ সালে মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের পাশাপাশি বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও স্থাপন করে। কিন্তু এই চুক্তির যে গুরুত্বপূর্ণ লক্ষ্য-মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপন, তা তখন পর্যন্ত অসম্পূর্ণ থেকে গিয়েছিল। ২০২০ সালের নির্বাচনে জয়ের পর ট্রাম্পের উত্তরসূরি প্রেসিডেন্ট জো বাইডেন অধরা সেই লক্ষ্য পূরণে মনোযোগী হন। তার প্রশাসনের কর্মকর্তারা সৌদির সরকারকে প্রস্তাব দেন, দেশটি যদি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, তাহলে পরমাণু অস্ত্রের অধিকারী হবে সৌদি। প্রসঙ্গত, পরমাণু অস্ত্রের অধিকারী দেশগুলোর তালিকায় নিজেদের নাম লেখানো সৌদির সরকারের দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সৌদির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারটি বেশ অগ্রসরও হয়েছিল; কিন্তু গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা এবং তার জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান তা থামিয়ে দেয়।

চলতি সপ্তাহে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান রিয়াদে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, রিয়াদ এবং ওয়াশিংটন প্রতীক্ষিত সেই চুক্তির ‘খুবই কাছাকাছি’ রয়েছে। তবে তিনি এ ও বলেছেন, সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপনের জন্য একটি সঠিক ও আদর্শ পথ অনুসন্ধানের পক্ষে। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার

মাত্র ৩ বছরে ১১ হাজার টাকার বাছুরটির দাম ১৩ লাখ

রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে সরকার : জেএসডি 

পরিবর্তন আনতে ছাত্রসমাজকে রাজপথে নামতে হবে : গয়েশ্বর

সানির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ চান সমতলের আদিবাসীরা

ইউপি সদস্যের বাড়িতে মিলল ৪০ কেজি গাঁজা

উরুগুয়ে জাতীয় দলকে বিদায় বললেন কাভানি  

ঘূর্ণিঝড় রিমাল / এখনো ফেরেননি সুন্দরবনে মাছ ধরতে যাওয়া ৩ জেলে

ফের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি

১০

সিলেট শহরে ঢুকতে শুরু করেছে বন্যার পানি

১১

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ

১২

পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি  

১৩

এমাদ উদ্দিনের ছাদ বাগানে ৫৫ প্রজাতির আঙুর ​​​​​​

১৪

মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বন রাখেনি সরকার : রিজভী 

১৫

বেনজীরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় : কাদের

১৬

লাইফ সাপোর্টে সীমানা, শারীরিক অবস্থার অবনতি

১৭

আজব কুদরতি টিউবওয়েল, পানির জন্য মানুষের ভিড়

১৮

বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার : জাতিসংঘ মহাসচিব

১৯

বার্সা কিংবদন্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

২০
X