প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও নৌকার বিজয় সুনিশ্চিত করতে জামালপুরের সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার চাপারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক।
এ সময় তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
ডোয়াইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি তাসলিমা আক্তার লিপির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন, সদস্য অজয় কুমার ভৌমিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কল্পনা আক্তার, আওয়ামী লীগ নেত্রী সুফিয়া সুলতানা সুরমা প্রমুখ।