রাশেদ রাব্বি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:০৭ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

চিকিৎসা ব্যয় কমিয়ে আনার প্রস্তাব

স্বাস্থ্য খাত সংস্কার
চিকিৎসা ব্যয় কমিয়ে আনার প্রস্তাব

দেশের স্বাস্থ্য খাত জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করেছে। গত বছরের ১৮ নভেম্বর এই কমিশন গঠিত হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি কমিশনের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব প্রতিবেদন জমা দেওয়ার কথা। প্রস্তাবনায় চিকিৎসা ব্যয় কমিয়ে আনা, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, জনস্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া হতে পারে। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে পারবে কি না এ নিয়ে খোদ কমিশনের সদস্যদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে জনসম্পৃক্ত না হয়ে কমিশনের পক্ষে কতটা জনকল্যাণকর প্রস্তাব দেওয়া সম্ভব—এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অংশীজন।

এরই মধ্যে কমিশনের সদস্যরা বেশ কিছু সভা করেছেন। আগামী ২৯ জানুয়ারি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যরা রাঙামাটি যাবেন বলে জানা গেছে। সেখানে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বিশেষ করে, স্বাস্থ্য প্রসঙ্গে তাদের চাহিদা, প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। এরপর কমিশন আরও কিছু অংশীজনের সঙ্গে কথা বলে প্রস্তাবনা চূড়ান্ত করবে।

কী থাকছে প্রস্তাবে: কমিশনের কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সমস্যা— চিকিৎসা ব্যয়ের ৭০ শতাংশই জনগণের পকেট থেকে যায়। দ্রুত সমস্যার সমাধানের পথ বাতলে দেওয়া। মন্ত্রণালয় ও অধিদপ্তরের অর্থাৎ আমলা ও চিকিৎসকদের মধ্যকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিরসনে হেলথ সার্ভিস অথরিটি গঠনের প্রস্তাব করা এবং অ্যালোকেশন অব বিজনেস পুনর্গঠন করা। প্রাথমিক নগর স্বাস্থ্য স্থানীয় সরকারের হাতে ন্যস্ত থাকায় সেগুলো ঠিকমতো কাজ করছে না, এক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্বাস্থ্য অংশ রহিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করা। দেশে এখন পর্যন্ত জনস্বাস্থ্য যথাযথ গুরুত্ব না পাওয়ায় নানা জটিলতা দৃশ্যমান। এসব জটিলতা নিরসনে জনস্বাস্থ্য বিষয়ক একটি অধিদপ্তর ও একজন মহাপরিচালক নিয়োগের সুপারিশও করা হবে। এ ছাড়া চিকিৎসা শিক্ষার উন্নয়নে, নতুন করে আর সরকারি-বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন না করা; দুর্বল প্রতিষ্ঠানগুলোকে সবল করে তোলার চেষ্টা করা; যেগুলো একেবারেই দুর্বল সেগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশও করা হতে পারে। কমিশনের সদস্যরা বলেন, এখনো সুপারিশ খসড়া পর্যায়ে রয়েছে। এতে আরও অনেক কিছু সংযোজন-বিয়োজন হবে। তাই এখনই প্রস্তাবনার পুরোটা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে না।

অংশীজনের বক্তব্য: বিগত আওয়ামী সরকারের পতনের পর স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে প্রথম জনসমক্ষে আসে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ নামে একটি সংগঠন। এর মহাসচিব ডা. শামীম হায়দার তালুকদার বলেন, গ্রামীণ এবং শহুরে প্রান্তিক মানুষের সঙ্গে আলোচনা না করে, সব পর্যায়ের সুশীল সমাজের সঙ্গে আলোচনা না করে যদি কোনো প্রস্তাবনা দেওয়া হয়, তাহলে সেটি সর্বজনীন হবে না। মনে রাখতে হবে, স্বাস্থ্য কোনো নির্দিষ্ট শ্রেণি-পেশার মানুষের জন্য নয়, দেশের সব মানুষের জন্য। তিনি বলেন, স্বাস্থ্য নিয়ে দেশের সাধারণ মানুষের তিনটি অভিযোগ সবচেয়ে বেশি ১. ডাক্তার সময় দিয়ে রোগী দেখন না ২. অনেক বেশি ওষুধ লেখেন এবং ৩. অপ্রয়োজনীয় অনেক পরীক্ষা-নিরীক্ষা দেন। ডা. শামীম বলেন, আমরা জেনেছি কমিশন এরই মধ্যে বিভিন্ন কারিগরি গ্রুপের সঙ্গে আলোচনা করেছে, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছে, চিকিৎসক পেশাজীবীদের সঙ্গেও আলোচনা করেছে। কিন্তু যাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি, সেই প্রান্তিক মানুষের সঙ্গেই কোনো আলোচনা হয়নি। সংস্কার কমিশনকে অনেক বিষয় দেখতে হবে; যেমন বিগত সরকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে, গ্রামীণ জনপদে হাতের কাছে অনেক প্রয়োজনীয় ওষুধের সংস্থান করেছে। আবার দেশের মোট স্বাস্থ্যসেবার ৬০ শতাংশের বেশি নিশ্চিত হয় ওষুধের দোকান ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই বিষয়গুলোকে যদি আমলে আনা না হয়, তাহলে সংস্কার প্রস্তাব অসম্পূর্ণ থেকে যাবে।

কমিশন গঠনের পর গত ৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় সভা করে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে ওই সভায় স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কমিশনের সদস্যরা মতামত দেন। সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে কেনাকাটা এবং পিপিআর, ক্যান্সারের চিকিৎসা, ফরেনসিক মেডিসিন, মাতৃস্বাস্থ্য, স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট অংশীদারদের কারিকুলাম ও ক্যারিয়ার প্ল্যানিং, প্রিভেনটিভ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা আইন, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে জনবল সংকটসহ বিভিন্ন বিষয়ে তিন ঘণ্টার অধিক আলোচনা হয়।

সভায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পলিসি ইস্যুজনিত সুপারিশ দেবে। এ ক্ষেত্রে সরকারের অর্থনৈতিক সক্ষমতা এবং সুপারিশের বাস্তবায়নযোগ্যতা বিবেচনায় রাখা হবে।

অন্তর্বর্তী সরকার দেশের স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গত ১৮ নভেম্বর ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশন’ গঠন করে। জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে চেয়ারম্যান করে ১১ সদস্যবিশিষ্ট এই কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক লিয়াকত আলী, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. নায়লা জামান খান, এম এম রেজা, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ড. আহমেদ এহসানূর রহমান ও উমাইর আফিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

১০

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

১১

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

১২

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

১৩

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

১৪

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১৫

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১৬

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১৭

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৮

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১৯

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X