

কক্সবাজারের অভিজাত সি প্যালেস কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এন মোহাম্মাদ গ্রুপের বহুল প্রত্যাশিত ডিলার কনফারেন্স ২০২৫। ‘এন মোহাম্মাদ সম্ভাবনার নতুন বিশ্বাসে’ শিরোনামে আয়োজিত এই দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশের সব জেলা থেকে আগত প্রায় ৪৫০ জন ডিলার ও করপোরেট অতিথি অংশগ্রহণ করেন।
এই সম্মেলনের মূল আকর্ষণ ছিল ২০২৫ সালের সারা বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ডিলারদের স্বীকৃতি প্রদান। মোট ৩টি ক্যাটেগরিতে ৩৩৭ জন ডিলারকে সম্মাননা হিসেবে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়— ২০২৫ মডেলের এলিওন গাড়ি, রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং গোল্ড বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানির চেয়ারম্যান মোহাম্মাদ মঞ্জুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ নজরুল হক, প্রধান পরিচালন কর্মকর্তা অহেদুজ্জামান মাসুদ, প্রধান অর্থ কর্মকর্তা ফরমান তৈয়ব এবং প্রধান ব্যাবসায়িক কর্মকর্তা মুস্তাক। তারা ডিলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য ও ব্যাবসায়িক দিকনির্দেশনা তুলে ধরেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে ছিল ব্যবসায়িক আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নেটওয়ার্কিং সেশন। পুরো আয়োজনটি ডিলারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং এন, মোহাম্মাদ পরিবারের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে।
মন্তব্য করুন