কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
জামায়াত আমির বললেন

মানুষ এখন আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ বিশেষ করে যুবসমাজ ও মায়ের জাতি আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না। তারা চায় এমন এক বাংলাদেশ, যেখানে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। চব্বিশের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, দেশের মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এবং তারা আধিপত্যবাদের হাত থেকে মুক্তি চায়। গতকাল সোমবার কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সফরের অংশ হিসেবে গতকাল প্রথমে কুষ্টিয়া সফর করেন জামায়াত আমির। কুষ্টিয়া সদর উপজেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে জামায়াতে ইসলামী বেকার ভাতার পরিবর্তে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

কুষ্টিয়ার নদী মরূকরণ ও খননে দুর্নীতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, নদী আমাদের সন্তানের মতো, একে গত ৫৪ বছরে তিলে তিলে খুন করা হয়েছে। উন্নয়নের নামে অর্থ লোপাট বন্ধ করে নদী বাঁচানোর সংগ্রাম শুরু করতে হবে।

৫ আগস্ট-পরবর্তী সময়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজির নিন্দা জানিয়ে তিনি বলেন, জামায়াত কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না। খাজানগরের চালের মোকামে ট্রাকপ্রতি ৫ হাজার টাকা চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজরা অপরাধ ছাড়লে তাদের পরিবারের পাশে দাঁড়াবে জামায়াত। জনসভা শেষে তিনি কুষ্টিয়ার চারটি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।

কুষ্টিয়ায় জনসভা শেষ করে মেহেরপুরে যান জামায়াত আমির। মেহেপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, ক্ষমতায় এলে চাঁদাবাজদের পুনর্বাসনের পথে না গিয়ে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে। মেহেরপুর একটি ছোট জেলা হলেও এখানে চাঁদাবাজির বিস্তার ঘটেছে, যা বন্ধ করা হবে।

ভোটারদের ভোটকেন্দ্র সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি দাবি করেন, গত পাঁচ দশকে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলেই তরুণ সমাজ মাদক ও অপরাধের দিকে ঝুঁকছে।

জামায়াত আমির বলেন, তার দল ক্ষমতায় গেলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি গর্ব করার মতো রাষ্ট্র গড়ে তুলবে। জনসভা শেষে তিনি মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের প্রার্থীদের হাতে দলের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

মেহেরপুরে জনসভায় শেষ করে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখান তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সর্বস্তরের মানুষের জন্য সমান ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। একজন সাধারণ কৃষক বা মেহনতি মানুষ অন্যায় করলে যে শাস্তি পাবে, একজন রাষ্ট্রপতি একই অন্যায় করলে তাকেও একই শাস্তি পেতে হবে। এখানে কোনো ভেদাভেদ থাকবে না।

বন্ধ কলকারখানাগুলো চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমরা বেকার ভাতা দিতে চাই না, আমরা বেকারদের সম্মান দিতে চাই। চুয়াডাঙ্গাসহ সারা দেশে যেসব শিল্পকারখানা বন্ধ রয়েছে, সেগুলো চুরি, চামারি, টেন্ডারবাজি ও অনিয়মের কারণে বন্ধ হয়েছে। এসব অনিয়ম বন্ধ করা গেলে এমনিতেই কারখানাগুলো চালু হয়ে যাবে এবং সেখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।’

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ ভোট মানে বাংলাদেশ, না ভোট মানে আধিপত্যবাদ। হ্যাঁ ভোট মানে আজাদী, না ভোট মানে গোলামী। হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হ্যাঁ জিতে গেলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। হ্যাঁ জিতে গেলে চাঁদাবাজির কবর রচিত হবে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, হ্যাঁ যেন জিতে যায়।’

চুয়াডাঙ্গা থেকে গতকাল সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে। নারীদের প্রতি কেউ কুদৃষ্টিতে তাকাতে পারবে না, তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, এ জাতির সন্তানরা যুগে যুগে রক্ত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা তাদের সম্মান দিতে চাই। চব্বিশে বিপ্লব করেছে, ছাব্বিশে আরেকটি বিপ্লব করতে হবে। আগামী ১২ তারিখে ব্যালট বিপ্লব করতে হবে। জনসভায় তিনি জেলার চার সংসদীয় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।

প্রথমবারের মতো বাগেরহাট সফর করবেন জামায়াত আমির: আজ মঙ্গলবার প্রথমবারের মতো বাগেরহাট সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখান জনসভায় বক্তব্য দেবেন তিনি। জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম জানান, জামায়াত আমিরের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। বাগেরহাট-২ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং জনসভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X