ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

এবার পাকিস্তানও বিশ্বকাপ নিয়ে অন্যকিছু ভাবছে!

চূড়ান্ত সিদ্ধান্ত শুক্র-সোমবার
ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ; কিন্তু যৌক্তিক এ দাবি মেনে নেয়নি আইসিসি। একই সঙ্গে বাংলাদেশি সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ডের সবকটি আবেদনও বাতিল করেছে আইসিসি। অতীত ইতিহাসে যেটা কখনোই দেখা যায়নি। সবদিক থেকে বাংলাদেশকে কোণঠাসা করছে আইসিসি। তাইতো বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চাপ দেওয়ার চেষ্টা চলমান রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে—এমন অভিমত থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তও নিতে পারে তারা।

বিশ্বকাপে খেলা না খেলার ইস্যুতে গতকাল দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেখানে বোর্ডকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পিসিবিকে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাকে আইসিসি সম্পর্কিত বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সমস্ত বিকল্প খোলা রেখেই এটি সমাধান করি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার বা আগামী সোমবার।’

শেষ পর্যন্ত পাকিস্তান কী সিদ্ধান্ত নেবে—সেটাই বিশ্বকাপ ঘিরে আইসিসির জন্য বড় চাপ তৈরি করতে পারে। কেননা, পুরো টুর্নামেন্টের লভ্যাংশের বেশিরভাগই নির্ভর করছে ভারত-পাকিস্তান ম্যাচের ওপর। সেখানে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটে, তাতে বড় ক্ষতির মুখে পড়বে টুর্নামেন্ট আয়োজক। অবশ্য পাকিস্তানকে বিশ্বকাপে রাখতে নানাভাবেই চাপ দেওয়ার ইঙ্গিত মিলছে আইসিসির পক্ষ থেকে। এমনকি বয়কটের কারণে কী কী সম্ভাব্য ক্ষতির সম্মুখীন হতে পারে পাকিস্তান—সেসব খবরও প্রকাশিত হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, নকভির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বৈঠকে আইসিসির নানা অনিয়মের কথা আলোচনা হয়। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ফাইনাল আয়োজনের সুযোগ পায়নি ভারতের কারণে; শুধু তাই নয়, হাইব্রিড মডেলে করতে গিয়ে আর্থিকভাবেও লাভবান হতে পারেনি তারা। এ ছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে তোলা দাবিটি যৌক্তিক হলেও আইসিসির স্কটল্যান্ডকে নেওয়াটা অন্যায্য হয়েছে। সেসব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ শোনেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান সম্ভাব্য অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এর মধ্যে কালো ব্যাজ পরে খেলা, জয়গুলো বাংলাদেশের সমর্থকদের উৎসর্গ করা কিংবা ভারতের সঙ্গে ম্যাচটি না খেলার ভাবনাও আছে তাদের। তবে সরকার পুরো সমর্থন দিলে বিশ্বকাপই বয়কটের পথে এগোবে পাকিস্তান। সেরকম চিন্তাভাবনাই আপাতত পিসিবির।

তবে বাংলাদেশি সংবাদকর্মীদের অ্যাক্রিডিটেশন বাতিল ঘটনা নতুন নজির গড়েছে। আইসিসির কোনো টুর্নামেন্টে এমনটা দেখা যায়নি বলে নিশ্চিত করেছেন অভিজ্ঞ সংবাদকর্মীরা। বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় হওয়ায় বাংলাদেশি সংবাদকর্মীরা শ্রীলঙ্কাতেই ম্যাচ কাভারের চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু আইসিসির এমন আচরণ নিশ্চিতভাবেই নতুন প্রশ্ন তৈরি করেছে—তবে কি ভারতের ইশারাতেই হচ্ছে সবকিছু!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X