খাইরুন নাহার, প্রভাষক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৩:১০ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

কারিগরি শিক্ষায় শিক্ষক বঞ্চনা দূর করুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। কিন্তু শিক্ষকদের ভাগ্যের, জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন হয়নি; বিশেষ করে কারিগরি শিক্ষকদের। ২০২৪ সালে এসেও এমপিওর জন্য অপেক্ষা করতে হয় ন্যূনতম ছয় মাস। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হচ্ছে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’-এর মাধ্যমে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে প্রার্থীরা একটি সার্টিফিকেট অর্জন করে। এরপর ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’ যাচাই-বাছাইয়ের মাধ্যমে মেধাভিত্তিক তালিকা প্রকাশ করে এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে মেধাতালিকাভুক্ত প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে।

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ২৭২৯ প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সুপারিশপ্রাপ্ত শিক্ষককে (স্কুল, কলেজ, মাদ্রাসা) বেঁধে দেওয়া সময়ের মধ্যে অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসের ৩০ তারিখের মধ্যে যোগদান করতে বলা হয়। দুঃখের বিষয় হলো, স্কুল, কলেজ, মাদ্রাসায় নিয়োগকৃত শিক্ষকরা বেশিরভাগই যোগদানের পরের মাসেই এমপিওভুক্ত হয়েছেন। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ছয় মাসেও এমপিওভুক্ত হতে পারছেন না। উল্লেখ্য স্কুল, কলেজ, মাদ্রাসায় এমপিওর জন্য অনলাইনে আবেদন করতে হয়। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরে অধীনে এমপিওর জন্য হাতে হাতে হার্ডকপি ফাইল জমা করতে হয়। এখানেই শেষ নয় সেই ফাইলে যে কাগজপত্র চাওয়া হয় তাও প্রয়োজনের অতিরিক্ত। মূলত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থীকে সুপারিশ করলেও কারিগরি শিক্ষা অধিদপ্তর সেই বিষয়গুলো আবারও যাচাই-বাছাই করে, যা অপ্রয়োজনীয় ও সময়ক্ষেপণ।

আরেকটি বঞ্চনার বিষয় হচ্ছে—স্কুল-কলেজ, মাদ্রাসায় নিয়োগকৃত শিক্ষকরা যোগদানের তারিখ থেকে বেতন পাচ্ছেন। কিন্তু কারিগরি শিক্ষকদের যোগদান থেকে বেতন দেওয়া হচ্ছে না। যদিও তারা নির্ধারিত তারিখে ভিন্ন ভিন্ন জেলায় যোগদান করে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন এবং নিয়মিত পাঠদান করছেন। এ বিষয়টি তাদের জন্য অমানবিক ও নির্মম। একই কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েও তারা বৈষম্যের শিকার হচ্ছেন, যা শিক্ষাব্যবস্থায় দ্বৈততা তৈরি করা হয়েছে।

সুপারিশ:

১. এমপিওর জন্য হার্ডকপি ফাইল জমা নেওয়ার পরিবর্তে অনলাইনে আবেদন করার ব্যবস্থা করা;

২. দ্রুত এমপিও করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া;

৩. যোগদানের পর থেকে বেতন দিতে হবে।

বর্তমান সরকার কারিগরি শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিয়েছে। কিন্তু কারিগরি শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষকদের বঞ্চনায় রেখে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষকদের আর্থিক সচ্ছলতার দিকে নজর দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

খাইরুন নাহার, প্রভাষক (ইংরেজি)

তল্লাবাড়ীয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ

বিনোদপুর, মহম্মদপুর মাগুরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৯

স্ন্যাপচ্যাটে এডিট করা যাবে সহজেই

উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে পদ হারালেন যুবদল নেতা

খ্রিষ্টানদের নিয়ন্ত্রক হতে চেয়েছিলেন মিল্টন

রাঙ্গামাটিতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

কারামুক্ত হলেন মামুনুল হক

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অনেকে

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড সহস্রাধিক বসতবাড়ি

মার্কিন ঘাঁটিতে আস্তানা গাড়ল রুশ সেনারা

১০

ম্যাচ ফি নয়, বোনাস বাড়ছে টাইগারদের

১১

বৃষ্টির পরও সুখবর নেই ঢাকার বাতাসে

১২

১৮৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

১৩

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ?

১৪

বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকার আত্মহত্যা

১৫

কী আছে আজ আপনার ভাগ্যে?

১৬

উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ

১৭

কারা ফটকে সমর্থকদের ভিড় / আইনি জটিলতায় আটকে গেল মামুনুল হকের মুক্তি

১৮

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলেন এরদোয়ান

১৯

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

২০
*/ ?>
X