স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৯:০৯ এএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ?

অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

এক মাসেরও কম সময় বাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে ধুমধারাক্কার এই বিশ্ব আসর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বৈশ্বিক এই আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী ২০টি দেশ।

ব্যতিক্রম নয় বাংলাদেশও। নিজেদের প্রস্তুতি জন্য এক সময়ের ক্রিকেট পরাশক্তি জিম্বাবুয়েকে ডেকে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফ্রিকার দেশটির বিপক্ষে সিরিজ জয়ে চোখ থাকলেও ভাবনায় বিশ্বকাপ প্রস্তুতি।

সিকান্দার রাজা-শন উইলিয়ামসদের বিপক্ষে সিরিজ জয়কে প্রথম লক্ষ্য হিসেবে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা ভাবনায় রাখেছেন টাইগার দলপতি।

এই সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি জন্য স্কোয়াড ঘোষণা করে জাতীয় দলের নির্বাচক প্যানেল। সেই দলে জায়গা হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলে নিজেকে ঝালাই করে নিতে চেয়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন কাটার মাস্টার। টানা খেলার ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসারকে। ফলে দুইজনই থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে।

এখন প্রশ্ন হচ্ছে এ দুজনকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ? টানা দাবদাহের কারণে চট্টগ্রামের উইকেট শক্ত হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের কাছে সংশয় নেই উইকেটের বাউন্স।

সূত্র মতে গঠনশৈলি একাদশ চূড়ান্ত করেছে বাংলাদেশ দল। তিন পেসারের সঙ্গে বোলিং আক্রমণে ২জন স্পিনার নিয়ে সাজানো হতে পারে টাইগারদের একাদশ। মোস্তাফিজ না থাকায় তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে পেস বোলিংয়ের বৈচিত্র্য আনবেন মোহাম্মদ সাইফউদ্দিন।

স্পিনার কোটায় নিশ্চিত ভাবে একাদশে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। লোয়ার অর্ডারে ব্যাটিং দক্ষতার কারণে তানভীর ইসলামের চেয়ে এগিয়ে আছেন শেখ মেহেদী। ওপেনিংয়ে অভিজ্ঞ লিটন কুমার দাসের সঙ্গে থাকবেন তানজিদ হাসান তামিম।

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে বাঁহাতি এ ব্যাটারের। এরপর ব্যাটিং লাইন আপে হতে পারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক।

সম্ভাব্য বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১০

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১২

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৩

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৪

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৫

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৬

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৭

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১৮

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৯

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

২০
X