সকালের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা। তাদের সঙ্গে ছিলেন রনি তালুকদারও। হঠাৎ তামিম ইকবালের অবসরের ঘোষণার পর আফগানিস্তানের সঙ্গে বাকি দুই ওয়ানডের দলে ডাক পেয়েছেন রনি। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, তামিমের জায়গায় ওয়ানডে দলের সঙ্গে থাকবেন রনি। তবে নেতৃত্বের ভার থাকছে লিটন দাসের কাঁধেই।
সিরিজ শুরুর আগে তামিমের ডেপুটি করা হয়েছিল লিটনকে। এক ম্যাচ যেতে তামিমের সরে যাওয়ায় এখন দলকে নেতৃত্ব দিতে হবে তাকে। ভারত সিরিজেও লিটনের নেতৃত্বে জিতেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে লম্বা সময়ের জন্য নেতা খুঁজছে বোর্ড। জানা গেছে, রাতের বোর্ড সভায় সাকিব আল হাসানকে তিন সংস্করণের অধিনায়ক করার বিষয়ে কথা বলবে বিসিবি কর্মকর্তারা।
মন্তব্য করুন