শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
এহসান আব্দুল্লাহ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

মেয়াদহীন ডাটার দামে আকাশছোঁয়া পার্থক্য

টেলিকম
মেয়াদহীন ডাটার দামে আকাশছোঁয়া পার্থক্য

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের জন্য বিভিন্ন আনলিমিটেড ডাটা ও মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ দিয়ে থাকে দেশের মোবাইল অপারেটরগুলো। তবে এসব প্যাকেজ বিশ্লেষণ করে দেখা যায়, অপারেটর ও প্যাকেজভেদে প্রতি জিবি ডাটার দামে রয়েছে বিশাল তারতম্য। ক্ষেত্র বিশেষে অপারেটরভেদে একই ভলিউমের প্যাকেজের দামের পার্থক্য দেখা যায় ২০০ থেকে ১ হাজার টাকার বেশি।

দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনের আনলিমিটেড মেয়াদের ২৫ জিবি ডাটার দাম ১ হাজার ৪৯ টাকা। অপারেটরটির একই ক্যাটাগরির ৫০ জিবি ডাটার দাম ১ হাজার ৬৪৯ টাকা এবং ৭৫ জিবির দাম ২ হাজার ১৪৯ টাকা, যার ফলে গ্রামীণফোনের আনলিমিটেড মেয়াদের ২৫ জিবি প্যাকেজের প্রতি জিবি ডাটার দাম দাঁড়ায় ৪১ টাকা ৯৬ পয়সা। ৫০ জিবি প্যাকেজের প্রতি জিবি ডাটার দাম দাঁড়ায় ৩২ টাকা ৯৮ পয়সা এবং ৭৫ জিবি প্যাকেজের প্রতি জিবির দাম দাঁড়ায় ২৮ টাকা ৬৫ পয়সা।

গ্রামীণফোনের ৩০ দিন মেয়াদি আনলিমিটেড ডাটা প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯৯ টাকা, যার সর্বোচ্চ গতি থাকবে ১০ এমবিপিএস। একই মেয়াদের ৫ এমবিপিএস গতির আনলিমিটেড ডাটা প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৭৪৯ টাকা এবং ১৫ এমবিপিএস গতির ডাটা প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৮ টাকা। ৭ দিন মোয়াদি ১০ এমবিপিএস গতির আনলিমিটেড ডাটা প্যাকেজের দাম ধরা হয়েছে ২৬৯ টাকা।

দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবির আনলিমিটেড মেয়াদের ২৫ জিবি ডাটা প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪৮ টাকা। একই মেয়াদের ৫০ জিবি ডাটা প্যাকেজের দাম ধরা হয়েছে ১ হাজার ২৯৮ টাকা এবং ৭৫ জিবি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।

রবির আনলিমিটেড মেয়াদের ২৫ জিবি প্যাকেজের প্রতি জিবির দাম পড়ে ৩৩ টাকা ৯২ পয়সা। একই মেয়াদের ৫০ জিবি প্যাকেজের প্রতি জিবি ডাটার দাম পড়ে ২৫ টাকা ৯৬ পয়সা এবং ৭৫ জিবি প্যাকেজের প্রতি জিবির দাম পড়ে ২১ টাকা ৩১ পয়সা। অপারেটরটির অপর টেলিকম ব্র্যান্ড এয়ারটেলের আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজের দামও রবির অনুরূপ।

রবির এক দিন মেয়াদি আনলিমিডেট ডাটা প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ টাকা। অপারেটরটির ৭ দিন মেয়াদি একই প্যাকেজের দাম ধরা হয়েছে ২৪৭ টাকা এবং ৩০ দিন মেয়াদি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯৭ টাকা। অন্যদিকে, এয়ারটেলের এক দিন মেয়াদি আনলিমিডেট ডাটা প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮ টাকা।

দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের আনলিমিটেড মেয়াদের ২৫ জিবি ডাটা প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪৯ টাকা। একই মেয়াদের ৫০ জিবি প্যাকেজের দাম ধরা হয়েছে ১ হাজার ২৯৯ টাকা এবং ৭৫ জিবি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৯ টাকা।

বাংলালিংকের আনলিমিটেড মেয়াদের ২৫ জিবি প্যাকেজের প্রতি জিবির দাম পড়ে ৩৩ টাকা ৯৬ পয়সা। একই মেয়াদের ৫০ জিবি প্যাকেজের প্রতি জিবি ডাটার দাম পড়ে ২৫ টাকা ৯৮ পয়সা এবং ৭৫ জিবি প্যাকেজের প্রতি জিবির দাম পড়ে ২১ টাকা ৩২ পয়সা।

বাংলালিংকের একদিন মেয়াদি আনলিমিডেট ডাটা প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ টাকা। অপারেটরটির ৭ দিন মেয়াদি একই প্যাকেজের দাম ধরা হয়েছে ২৪৯ টাকা এবং ৩০ দিন মেয়াদি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯৯ টাকা।

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের আনলিমিটেড মেয়াদের ২৫ জিবি ডাটা প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৩২৩ টাকা। একই মেয়াদের ৫০ জিবি প্যাকেজের দাম ধরা হয়েছে ৬২৬ টাকা এবং ৭৫ জিবি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩৩ টাকা।

টেলিটকের আনলিমিটেড মেয়াদের ২৫ জিবি প্যাকেজের প্রতি জিবির দাম পড়ে ১২ টাকা ৯২ পয়সা। একই মেয়াদের ৫০ জিবি প্যাকেজের প্রতি জিবি ডাটার দাম পড়ে ১২ টাকা ৫২ পয়সা এবং ৭৫ জিবি প্যাকেজের প্রতি জিবির দাম পড়ে ১১ টাকা ১১ পয়সা।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী কালবেলাকে বলেন, গ্রাহক পর্যায়ে মোবাইল ভয়েস অথবা ডাটার মূল্য নির্ধারণের ক্ষেত্রে এ ধরনের তুলনা একটি অনুমিত দৃষ্টিভঙ্গি, যা সঠিক নয়। প্যাকেজ ডিজাইনের ক্ষেত্রে গ্রামীণফোন মূল্য, ভলিউম ও মেয়াদসহ সব কিছুই নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে তৈরি করে থাকে, যাতে গ্রাহকদের চাহিদার প্রতিফলন ঘটে। এ ছাড়া গ্রামীণফোন ভয়েস অথবা ডাটার মূল্য নির্ধারণের ক্ষেত্রে মানসম্পন্ন বৈশ্বিক পদ্ধতি অনুসরণ করে থাকে। পরিমাণের ওপর ভিত্তি করে ভোক্তাবাজারে যে কোনো পণ্য বা সেবার প্রতি ইউনিটের মূল্য পরিবর্তিত হতে পারে। এ জন্য বড় প্যাকেজ নিলে গ্রাহকরা বেশি লাভবান হয়ে থাকেন।

এই কর্মকর্তা আরও বলেন, গ্রামীণফোন তাদের গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সাশ্রয়ী ভয়েস ও ডাটা প্যাকেজ ডিজাইন করে থাকে। বিশ্বের সব বাজারেই মোবাইল প্যাকেজগুলো নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করা হয়। যেমন ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস, ত্রৈমাসিক বা বার্ষিক মেয়াদে। এক্ষেত্রে গ্রাহকরা স্বাধীন এবং তাদের প্রয়োজন অনুযায়ী যথাযথ প্যাকেজ নির্বাচন করে থাকেন।

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম কালবেলাকে বলেন, রবির আনলিমিটেড প্যাকেজগুলোতে যেসব ফিচার বা সুবিধা দেওয়া হয়, সেগুলোর ভিন্নতার কারণে প্রতি জিবি ডাটার দামের পার্থক্য হতে পারে। উদাহরণস্বরূপ, প্যাকেজগুলোতে স্পিড লিমিট, ব্যবহারের টাইম স্লট, অ্যাপ স্পেসিফিক ডাটা বা নেটওয়ার্ক প্রেফারেন্স ভিন্ন হতে পারে। ফলে, এগুলো সরাসরি মূল্য নির্ধারণে ভূমিকা রাখে।

রবির এ কর্মকর্তা বলেন, টেলিকম সেবার মূল্য এবং মেয়াদ মূলত নেটওয়ার্ক ব্যবহারের হার এবং মেয়াদের ওপর নির্ভর করে। আনলিমিটেড মেয়াদের প্যাকেজগুলোর জন্য উচ্চ-ক্ষমতার নেটওয়ার্ক পরিচালন ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সেবার মূল্য বেশি থাকে।

অন্যান্য অপারেটরদের সঙ্গে দামের

তারতম্য নিয়ে সাহেদ আলম বলেন, যে কোনো অপারেটর তাদের নিজেদের ব্যবসায়িক কৌশল এবং নেটওয়ার্কের সক্ষমতা অবলম্বন করে সাশ্রয়ী প্যাকেজ অফার করতে পারে। তবে গ্রাহকরা শুধু দামের দিকে তাকান না, বরং তারা নেটওয়ার্ক এবং সেবার গুণগত মান, কভারেজের দিকেও নজর দেন। দীর্ঘমেয়াদি গ্রাহক ধরে রাখতে হলে শুধু মূল্য নয় বরং মানসম্পন্ন সেবা প্রদানই মূল চাবিকাঠি।

বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১০

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১১

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১২

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৩

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৪

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৫

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৬

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৭

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৮

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৯

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

২০
X