দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফর-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাধারণত বিদেশ সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। গত ২২ আগস্ট ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করেন শেখ হাসিনা। সম্মেলনে যোগদান শেষে গত রোববার প্রধানমন্ত্রী জোহানেসবার্গ থেকে দেশে ফেরেন।
মন্তব্য করুন