

ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় শুক্রবার স্বর্ণের দাম আবারও রেকর্ড গড়েছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামের দামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের।
গ্রিনিচ মান সময় সকাল ৫টা ৩৬ মিনিটে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৫৭ দশমিক ১০ ডলারে। এর আগে দিনের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৯৬৬ দশমিক ৫৯ ডলারে ওঠে, যা নতুন রেকর্ড।
এদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৫৮ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে থাকায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণসহ মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও জোরদার হচ্ছে।
মন্তব্য করুন