বিগ ব্যাশ লিগের চ্যালেঞ্জার ম্যাচে আর টিকে থাকতে পারল না রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্স। শক্তিশালী সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো হোবার্টকে। এই জয়ের মাধ্যমে সিডনি দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হোবার্ট অধিনায়ক বেন ম্যাকডারমোট। ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ঝলমলে না হলেও ইনিংস গড়ে তোলেন সিডনির ওপেনার স্টিভেন স্মিথ। তার দৃঢ় ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিডনি।
স্মিথ সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন। জোয়েল ডেভিস করেন ২৭ রান। এছাড়া ড্যানিয়েল হিউজ ১৩, জশ ফিলিপে ১৫, মোজেস হেনরিকস ১৯ এবং জ্যাক এডওয়ার্ডস ১৫ রান যোগ করেন, যা দলীয় স্কোরকে আরও সমৃদ্ধ করে।
হোবার্টের বোলিংয়ে রিলে মেরেডিথ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন ও বিলি স্টানলেক।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে হোবার্ট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমেই ছিটকে যায় তারা। অধিনায়ক ম্যাকডারমোট সর্বোচ্চ ৪০ রান করেন, বো ওয়েস্টার যোগ করেন ২৪। তবে অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য ইনিংস খেলতে না পারায় ১৪১ রানেই গুটিয়ে যায় হোবার্টের ইনিংস।
এই হারের মধ্য দিয়ে চলতি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের অভিযান শেষ হলো। অন্যদিকে, ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে গেল সিডনি সিক্সার্স।


| ২৪ জানুয়ারি ২০২৬ 


