সিনিয়র সচিব পদমর্যাদা পেয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। গতকাল রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে গত ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত এক বছর ছয় মাস মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো।
পুলিশ প্রধান বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালে সুনামগঞ্জের শাল্লার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। চাকরির মেয়াদ শেষে দেড় বছরের চুক্তিতে আইজিপির দায়িত্ব পালন করছেন তিনি।
মন্তব্য করুন