

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পৃথক ঘটনায় দুটি অগ্নিকাণ্ড ঘটেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে কোনাবাড়ীর নীলনগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সিলেন্ডার বিস্ফোরণে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কাশিমপুরের এনায়েতপুর স্কুল মার্কেট এলাকা থেকে বাসাবাড়ির মালপত্র নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। কোনাবাড়ী নীলনগর নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে এলে সিলেন্ডার বিস্ফোরণ হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পিকআপের সামনের অংশে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিস।
এ ছাড়াও শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে কোনাবাড়ীর পারিজাত মেডিটেক্স কারখানার সামনে একটি সেমিপাকা টিনশেড বসতবাড়িতে অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় ওই বাড়ির ৫টি রুম পুড়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম কালবেলাকে জানান, পারিজাত এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।
মন্তব্য করুন