হাসান আজাদ, বাঁশখালী থেকে ফিরে
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৮ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

সরকারের কাছে পাওনা ১৭০০ কোটি টাকা

এসএস পাওয়ার প্ল্যান্ট
সরকারের কাছে পাওনা ১৭০০ কোটি টাকা

চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত কয়লাভিত্তিক ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এসএস পাওয়ার প্ল্যান্টের পূর্ণ উৎপাদন সক্ষমতা রয়েছে; কিন্তু এখন চাহিদা কম থাকায় চালু আছে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট। তবে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে দুটি ইউনিটই চালুর কথা জানিয়েছেন কেন্দ্রটির কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, সরকারের চাহিদা অনুযায়ী এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে ৮ লাখ টনের বেশি কয়লা ব্যবহৃত হয়েছে। এর বিপরীতে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ কেন্দ্রটির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে কমবেশি ১ হাজার ৭০০ কোটি টাকা।

বঙ্গোপসাগরের কূলঘেঁষে চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় বৃহৎ ওই বিদ্যুৎকেন্দ্রটি গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিকদের সরেজমিন ঘুরে দেখানো হয়। এ ছাড়া কেন্দ্রটি নিয়ে প্রশাসনিক ভবনে ডকুমেন্টারি প্রদর্শনসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎকেন্দ্রের পরিচালক এএসএম আলমগীর কবির, ভারপ্রাপ্ত সিইও ও হেড অব অপারেশন ওয়াই জিয়ানহুয়ান, সিএফও এবাদত হোসেন ভূঁইয়া, এসএমপি ডিপিডি মো. ফায়জুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডলার সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিল পরিশোধে সমস্যা হচ্ছে সরকারের। বর্তমানে এসএস পাওয়ার সরকারের কাছে কত টাকা পায় জানতে চাইলে কেন্দ্রটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবাদত হোসেন ভূঁইয়া কালবেলাকে বলেন, কয়লা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। নতুন করে আরও এক লাখ টন কয়লা এসেছে। তিনি বলেন, পাওনা টাকা সরকার অল্প অল্প করে পরিশোধ করছে। এখন সরকারের কাছে আমাদের পাওনা কমবেশি ১ হাজার ৭০০ কোটি টাকা।

সরকার বিদ্যুৎ উৎপাদনের খরচ অনুযায়ী কেন্দ্র চালায়। এক্ষেত্রে উৎপাদন খরচ কম এমন বিদ্যুৎ কেন্দ্র আগে চালায়। এরপর চাহিদা বাড়ার সঙ্গে বেশি খরচে বিদ্যুৎকেন্দ্র চালানো হয়। একে লিস্ট কস্ট জেনারেশন বলা হয়। এস আলম গ্রুপের এই কেন্দ্রটি সরকারের সাশ্রয়ী বিদ্যুৎকেন্দ্রের তালিকায় সবার ওপরে রয়েছে। কেন্দ্রটির গড় বিদ্যুৎ উৎপাদন খরচ ৮ দশমিক ২৫৯ ইউএস সেন্ট; যা চুক্তিকালীন (ইউএস ডলার ৭৮ টাকা) গড়ে ৬ দশমিক ৬০ টাকার মতো ছিল। তবে ডলারের দাম বেড়ে যাওয়া, কয়লা দাম ও পরিবহন খরচ মিলিয়ে এখন কেন্দ্রটির ইউনিটপ্রতি খরচ ১০ টাকার মতো পড়ছে।

এসএস পাওয়ারের পরিচালক এএসএম আলমগীর কবির জানান, আঞ্চলিক চাহিদার ভারসাম্য রক্ষায় ব্যয়বহুল ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালাতে হতো। এখন আর সেগুলোতে হচ্ছে না। এখন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনে সব মিলিয়ে খরচ পড়ছে ১০-১২ টাকার মতো। আর ডিজেলে ২৫ টাকা এবং ফার্নেস অয়েলে ১৫ টাকা। ডিজেলের সঙ্গে তুলনা করলে প্রতি ইউনিটের খরচ কম পড়ছে ১৩ টাকার মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ

সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ মেলাতে বাংলাদেশের সামনে যত সিরিজ

এ ঘৃণ্য কাজটি যারা করেছেন, নিজেদের বিবেককে প্রশ্ন করুন : রিপন মিয়া

তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখালেন ছাত্রদল নেতা তারিক

নিয়মিত ব্লাড প্রেশার মাপা শুরু করবেন কখন থেকে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

নাশকতার মামলা / মির্জা আব্বাস-রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে অব্যাহতি 

সিনেমায় বাঙালিয়ানা কোথায়: রঞ্জিত মল্লিক

দেশে কতবার গণভোট হয়েছে, কেমন ছিল ফলাফল

১০

ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে ইসরায়েল

১১

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

১২

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না জানালেন প্রেস সচিব

১৩

আগামী সংসদের ওপর পিআর ইস্যু ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল

১৪

দাবি মিজানুর রহমানের / বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম!

১৫

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, কিস্তির গ্যাঁড়াকলে জেলেরা দিশেহারা

১৬

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

১৭

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও এক দেশ

১৮

দরিয়া-ই-নূর যেভাবে বাংলাদেশে

১৯

স্কুলে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ২ শিক্ষকের মারামারি

২০
X