শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
হাসান আজাদ, বাঁশখালী থেকে ফিরে
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৮ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

সরকারের কাছে পাওনা ১৭০০ কোটি টাকা

এসএস পাওয়ার প্ল্যান্ট
সরকারের কাছে পাওনা ১৭০০ কোটি টাকা

চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত কয়লাভিত্তিক ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এসএস পাওয়ার প্ল্যান্টের পূর্ণ উৎপাদন সক্ষমতা রয়েছে; কিন্তু এখন চাহিদা কম থাকায় চালু আছে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট। তবে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে দুটি ইউনিটই চালুর কথা জানিয়েছেন কেন্দ্রটির কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, সরকারের চাহিদা অনুযায়ী এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে ৮ লাখ টনের বেশি কয়লা ব্যবহৃত হয়েছে। এর বিপরীতে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ কেন্দ্রটির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে কমবেশি ১ হাজার ৭০০ কোটি টাকা।

বঙ্গোপসাগরের কূলঘেঁষে চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় বৃহৎ ওই বিদ্যুৎকেন্দ্রটি গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিকদের সরেজমিন ঘুরে দেখানো হয়। এ ছাড়া কেন্দ্রটি নিয়ে প্রশাসনিক ভবনে ডকুমেন্টারি প্রদর্শনসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎকেন্দ্রের পরিচালক এএসএম আলমগীর কবির, ভারপ্রাপ্ত সিইও ও হেড অব অপারেশন ওয়াই জিয়ানহুয়ান, সিএফও এবাদত হোসেন ভূঁইয়া, এসএমপি ডিপিডি মো. ফায়জুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডলার সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিল পরিশোধে সমস্যা হচ্ছে সরকারের। বর্তমানে এসএস পাওয়ার সরকারের কাছে কত টাকা পায় জানতে চাইলে কেন্দ্রটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবাদত হোসেন ভূঁইয়া কালবেলাকে বলেন, কয়লা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। নতুন করে আরও এক লাখ টন কয়লা এসেছে। তিনি বলেন, পাওনা টাকা সরকার অল্প অল্প করে পরিশোধ করছে। এখন সরকারের কাছে আমাদের পাওনা কমবেশি ১ হাজার ৭০০ কোটি টাকা।

সরকার বিদ্যুৎ উৎপাদনের খরচ অনুযায়ী কেন্দ্র চালায়। এক্ষেত্রে উৎপাদন খরচ কম এমন বিদ্যুৎ কেন্দ্র আগে চালায়। এরপর চাহিদা বাড়ার সঙ্গে বেশি খরচে বিদ্যুৎকেন্দ্র চালানো হয়। একে লিস্ট কস্ট জেনারেশন বলা হয়। এস আলম গ্রুপের এই কেন্দ্রটি সরকারের সাশ্রয়ী বিদ্যুৎকেন্দ্রের তালিকায় সবার ওপরে রয়েছে। কেন্দ্রটির গড় বিদ্যুৎ উৎপাদন খরচ ৮ দশমিক ২৫৯ ইউএস সেন্ট; যা চুক্তিকালীন (ইউএস ডলার ৭৮ টাকা) গড়ে ৬ দশমিক ৬০ টাকার মতো ছিল। তবে ডলারের দাম বেড়ে যাওয়া, কয়লা দাম ও পরিবহন খরচ মিলিয়ে এখন কেন্দ্রটির ইউনিটপ্রতি খরচ ১০ টাকার মতো পড়ছে।

এসএস পাওয়ারের পরিচালক এএসএম আলমগীর কবির জানান, আঞ্চলিক চাহিদার ভারসাম্য রক্ষায় ব্যয়বহুল ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালাতে হতো। এখন আর সেগুলোতে হচ্ছে না। এখন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনে সব মিলিয়ে খরচ পড়ছে ১০-১২ টাকার মতো। আর ডিজেলে ২৫ টাকা এবং ফার্নেস অয়েলে ১৫ টাকা। ডিজেলের সঙ্গে তুলনা করলে প্রতি ইউনিটের খরচ কম পড়ছে ১৩ টাকার মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১০

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১১

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৪

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৫

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৬

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৭

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৮

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৯

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X