গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীর বিষয়ে ব্যাখ্যা দিতে নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় মতবিনিময় সভায় আসার জন্য অংশীজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র এরই মধ্যে সংশ্লিষ্ট অংশীজনের কাছে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘আরপিও সংশোধন পাস হয়েছে। ৯১ অনুচ্ছেদের একটি ধারা নিয়ে অনেকে নানা ধরনের আলোচনা-সমালোচনা করছেন, অনেকে ভিন্নতর ব্যাখ্যা দিচ্ছেন। এটা নিয়ে যে অস্পষ্টতা, তা দূর করতে এ মতবিনিময় সভায় অংশীজনের কাছে ব্যাখ্যা তুলে ধরা হবে। আমন্ত্রিত ব্যক্তিদের মতামত ও পরামর্শ নেওয়া হবে। সেইসঙ্গে যাদের ভুল ধারণা রয়েছে, কমিশনের ব্যাখ্যা পেয়ে তা নিরসন হবে।’ আরপিওর ৯১নং অনুচ্ছেদের সংশোধনীর মাধ্যমে অনিয়মের অভিযোগে ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানো হয়েছে বলে সমালোচনা রয়েছে। তবে আইনমন্ত্রী দাবি করেছেন, এ অনুচ্ছেদে ভোট বন্ধের ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। ইসির ক্ষমতা কমানো হয়নি বরং এ নিয়ে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। গত ৪ জুলাই সংসদে পাস হয় গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল, ২০২৩।
মন্তব্য করুন