

বাংলাদেশকে রীতিমতো আলটিমেটাম দিয়ে আইসিসি জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। তবে আইসিসিকে তোয়াক্কা করেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নিজেদের সিদ্ধান্তে অটুট থাকে বিসিবি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে। এর মানে দাঁড়াল, আইসিসি ভেন্যু না বদলানোর সিদ্ধান্ত জানানোর পরও বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার অবস্থানে অটল আছে।
নতুন করে নিজেদের অটল অবস্থানের কথা জানিয়ে গতকাল আবারও আইসিসি বরাবর ই-মেইল করেছে বিসিবি। সেই ই-মেইলে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।
বিসিবির আশা করছে, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজল্যুশন কমিটির কাছে পাঠাবে।
মন্তব্য করুন