

গ্রেপ্তারের প্রায় ৭ মাস পর কারামুক্তির পাঁচ মিনিটের মাথায় ফের গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।
আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কোতোয়ালি মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে হামলাসহ বেশ কিছু মামলার সন্দেহভাজন আসামি জসিম উদ্দিন। এজন্য সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তিনি যেই মামলার সুনির্দিষ্ট অভিযুক্ত সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে, গত বছরের ১৮ জুন বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে। তাকে বিএনপির অফিস পোড়ানো এবং মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবসহ নেতাকর্মীদের হত্যা চেষ্টাসহ ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ওইসব মামলায় দীর্ঘ প্রায় সাত মাস বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। বৃহস্পতিবার সর্বশেষ একটি মামলায় জামিন পান জসিম। কারাগার থেকে বের হওয়ার পর পরই জেলগেট থেকে তাকে নতুন মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন