কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিএডিসির জনবল কমে অর্ধেক রাস্তায় নামলেন কর্মচারীরা

বিএডিসির জনবল কমে অর্ধেক রাস্তায় নামলেন কর্মচারীরা

কৃষকের হাতে সার-বীজ আর মাঠে সেচ দেওয়ার দায়িত্ব বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)। দীর্ঘদিন ধরে জনবল সংকটে দায়িত্ব পালনে বিপাকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। অর্ধেক জনবলে চলছে বিএডিসির কার্যক্রম। এমন পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় শূন্য পদ পূরণের উদ্যোগ নিলে উল্টো জনবল কাটছাঁট করে অর্থ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির জনবল কাঠামো ৬ হাজার ৮০০ থেকে ৩ হাজার ১৭ জনে নামিয়ে গত ১৯ জুন পরিপত্রও জারি করা হয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রোববার আন্দোলনে নামেন কর্মচারীরা। বিএডিসি শ্রমিক-কর্মচারী লীগের ব্যানারে সকালে রাজধানীর মতিঝিলের কৃষি ভবনের সামনে তারা মানববন্ধন করেন। এ সময় দাবি না মানলে কাল মঙ্গলবার সারাদেশের বিএডিসি কার্যালয়ের সামনে এবং বুধবার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এদিকে পরিপত্র সংশোধনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দেনদরবার চালিয়ে যাচ্ছে কৃষি মন্ত্রণালয় ও বিএডিসি। বিএডিসি সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৯ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে বিএডিসিতে ৬ হাজার ৮০০ জনবল মন্ত্রিপরিষদে অনুমোদন হয়। ওই সময় ১ হাজার ৭০০ কর্মকর্তা এবং ৫ হাজার ১০০ কর্মচারী নিয়ে জারি করা হয় জনবল কাঠামোর প্রজ্ঞাপন। এর মধ্যে বর্তমানে ৩ হাজার ১৭ জন কর্মরত আছেন। বাকি ৩ হাজার ৭৮৩টি পদ শূন্য পড়ে আছে। জনবল সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি শূন্য পদ পূরণের উদ্যোগ নেয় কৃষি মন্ত্রণালয়। এরই মধ্যে প্রায় ২০০ গাড়িচালক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ গত ১৯ জুন অর্থ মন্ত্রণালয় বিএডিসির জনবল কাঠামো ৩ হাজার ১৭ জনে নামিয়ে এনে পরিপত্র জারি করে। এতে আটকে যায় নতুন নিয়োগ প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ মন্ত্রণালয় বলছে, ১৯৯৮ সালের জনবল কাঠামোতে তাদের অনুমোদন নেই। আমরা অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠালে তারা উল্টো জনবল কমিয়ে পরিপত্র জারি করে। অনেক পদেই জনবল কমানো হয়েছে। সংস্থার পরিচালক সদস্যপদ ছিল চারটি, এখন দুটি দেখানো হয়েছে। এটি বিএডিসি আইনের পরিপন্থি। তবে অর্থ মন্ত্রণালয় থেকে যে পরিপত্র জারি করেছে, এটাই চূড়ান্ত নয়। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি দিয়েছি, আশা করছি সমাধান হবে। বিএডিসি শ্রমিক-কর্মচারী লীগের নেতারা জানান, বিএনপি সরকারের আমলে দুই দফায় বিএডিসির ১৩ হাজার কর্মচারী ছাঁটাই করা হয়। এর পর থেকে বিএডিসি চাহিদার বিপরীতে কম জনবল নিয়েই কার্যক্রম চালিয়ে আসছে। দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএডিসির জনবল ৯ হাজার ৩৫৫ জন করতে সম্মতি দেন। এটি ওই বছর জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে। এখন জনবল না বাড়িয়ে উল্টো কমিয়ে দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তাহে দুদিন ছুটিসহ রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

পুরো শরীর ‘প্লাস্টিকের তৈরি’ বলায় খেপে গেলেন মৌনি

ইনডোর গার্ডেনিং শুরু করতে বেছে নিন এই ৭ গাছ

বরখাস্ত এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ছেলেদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়ে অলআউট মেয়েরা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নতুন মাইলফলক / এমআইই পাথওয়েজের প্রথম এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি উদযাপন

বলিউড ছেড়ে দক্ষিণে দিব্যা দত্ত

প্রোটিয়া টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

১০

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, জামিন দেওয়ায় বাদীর ক্ষোভ

১১

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

১২

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১৩

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

১৪

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

১৫

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

১৬

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

১৭

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

১৮

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

১৯

বিপাকে স্বরা ভাস্কর

২০
X