বশির হোসেন, খুলনা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

খুলনায় ক্ষোভ প্রশমনে সম্মিলিত প্রচেষ্টা

গণপিটুনি
খুলনায় ক্ষোভ প্রশমনে সম্মিলিত প্রচেষ্টা

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে খুলনায় গণপিটুনিতে গুরুতর আহত উৎসব মণ্ডল জীবিত আছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওই তরুণের চিকিৎসা চলছে এবং তিনি এখন শঙ্কামুক্ত।

এর আগে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মহানগর পুলিশের উপ-কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে ঢুকে উৎসব মণ্ডল নামে ওই তরুণকে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পিটুনিতে উৎসব মারা গেছেন। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়েও তার মৃত্যুর খবর প্রচার করা হয়। সেই ঘোষণার সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিন্তু গতকাল আইএসপিআরের পক্ষ থেকে উৎসব মণ্ডল জীবিত থাকার দাবি করা হলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। কালবেলার পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে আইএসপিআরের দাবির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। গতকাল দুপুরে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম কালবেলাকে জানান, উৎসব মণ্ডল বেঁচে আছেন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

তাহলে শুরুতে কেন ওই তরুণের মৃত্যুর খবর প্রচার করা হলো? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ওই ঘোষণা প্রচার করা হয়েছিল। বিক্ষুব্ধ জনতার হাত থেকে উৎসব মণ্ডলের প্রাণ বাঁচাতে এবং মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে উদ্ভূত ক্ষোভ প্রশমনের লক্ষ্যেই ওই কৌশল অবলম্বন করা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির খবর ছড়িয়ে পড়লে বুধবার রাতে হাজার হাজার ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। তারা অভিযুক্ত উৎসব মণ্ডলকে উপপুলিশ কমিশনারের কার্যালয়ে ঢুকেই গণপিটুনি দেন। ওই পরিস্থিতি সামাল দিয়ে উত্তেজিত জনতার ক্ষোভ প্রশমন এবং উৎসবের জীবন বাঁচাতে ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিরা বিশেষ কৌশল অবলম্বন করেন। স্থানীয় মসজিদ থেকে উৎসব নিহত হওয়ার খবর জানিয়ে জনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তরা এ ঘোষণা নিজেদের ফেসবুকে প্রচার করে মূলত ক্ষুব্ধ জনতাকে ঘরে ফেরাতে চেয়েছেন। খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম নাজমুস সউদ নিজে হ্যান্ডমাইকে ওই তরুণের মৃত্যুর ঘোষণা দিয়ে জনতাকে বাড়ি ফিরে যাওয়ার এবং আবাসিক এলাকার পরিবেশ রক্ষার আহ্বান জানান। এসবই ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল।

জানতে চাইলে মাওলানা আ ফ ম নাজমুস সউদ কালবেলাকে বলেন, ‘ছেলেটিকে (উৎসব) পুলিশ কার্যালয়ে নিয়ে আসার খবর প্রচার হলে হাজারো জনতা সেখানে উপস্থিত হয় এবং ছেলেটিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকে। আমি মাইকে ঘোষণা দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ করলেও তাতে কাজ হয়নি। পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ জনতা পুলিশ কার্যালয়ের ভেতরে ঢুকে ছেলেটির ওপর আক্রমণ চালায়। তখন ছেলেটির প্রাণ বাঁচাতে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। মিথ্যা ঘোষণা দিয়ে হলেও ছেলেটির প্রাণ বাঁচানো গেছে। এটাই ইসলামের শিক্ষা।’

আইনি প্রক্রিয়ায় উৎসবের বিচার দাবি করে খুলনা জেলা ইমাম পরিষদের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। কিন্তু কেউ কারও ধর্ম নিয়ে কটূক্তি করবে না।

উপপুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন শিক্ষার্থী তার কার্যালয়ে উৎসব মণ্ডল নামে ওই তরুণকে নিয়ে আসেন। শিক্ষার্থীরা জানান, উৎসব মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করেছেন। এমন অভিযোগের প্রেক্ষাপটে উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়। কিন্তু ততক্ষণে কয়েক হাজার ক্ষুব্ধ জনতা পুলিশের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। ধীরে ধীরে জনতার দখলে চলে যায় সোনাডাঙ্গা আবাসিক ও গাজী মেডিকেল কলেজের আশপাশের এলাকা। বিচারের আশ্বাসেও তাদের শান্ত করা যাচ্ছিল না। একপর্যায়ে তারা কার্যালয়ের ভেতরে ঢুকে ওই তরুণকে পিটুনি দেন। পরিস্থিতি শান্ত করতে বৈষম্যবিরোধী ছাত্রদের কয়েকজন ও স্থানীয় অনেকে নিজেদের ফেসবুকে উৎসব মণ্ডলের নিহত হওয়ার খবর প্রচার করেন। ওই সময় মসজিদের মাইকেও যুবক নিহত হওয়ার সংবাদ প্রচার করে উত্তেজিত জনতাকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়। হ্যান্ডমাইকে একই ঘোষণা দেন খুলনা জেলা ইমাম পরিষদ নেতারা। জনতার ভিড় কমার পর পিটুনিতে আহত ছেলেটিকে নিয়ে সেনাবাহিনীর গাড়ি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হয়।

তবে প্রশাসনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বুধবার রাতে উৎসবকে প্রথমে খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে যশোর সিএমএইচে স্থানান্তর করা হয়।

বিবৃতিতে যা জানাল আইএসপিআর: গতকালের বিবৃতিতে বুধবার রাতের ঘটনাক্রম উল্লেখ করে আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর উৎসব (২২) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় স্থানীয় জনগণ তাকে আটক করে খুলনা ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত হয়। পরে সেখানে ৩০০০ থেকে ৩৫০০ জন স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ওই যুবককে প্রকাশ্যে শাস্তি দেওয়ার জন্য আন্দোলন করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কিছু উচ্ছৃঙ্খল জনতা ডেপুটি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে উৎসবের ওপর আক্রমণ চালায়। তখন সশস্ত্র বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন এবং তিনি শঙ্কামুক্ত।

বিবৃতি আরও বলা হয়, ধর্মীয় মূল্যবোধে আঘাতের কারণে উৎসবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সুস্থতা সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ব্যক্তির মৃত্যু সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবী থানা হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

গানের টিজারেই ঝড় তুললেন হৃতিক আর জুনিয়র এনটিআর

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য 

মিরপুরে পিচ পরিদর্শনে হেমিং, চোখে পড়ল ‘পুঁই বাগান’

ত্বকের যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরল বাড়ছে

তারেক রহমানের নির্দেশে বৃদ্ধ দম্পতিকে সহায়তা

আরপিও চূড়ান্তে ইসির মুলতবি সভা শুরু

আপন বোন ও তার প্রেমিককে খুন করল ভাই

শোয়েবুর হত্যার রহস্য উদ্ঘাটন

ওমানে প্রবাসীদের জন্য রেসিডেন্স কার্ড চালু

১০

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

আবারও বড়সড় বিপদের মুখে এয়ার ইন্ডিয়া

১২

বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেমিনার

১৩

সাবেক এমপি সোলাইমান সেলিম ফের ৩ দিনের রিমান্ডে

১৪

সাইফ-কারিনার দুই ছেলের রক্তে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুর

১৫

এনইউবি–আল-আজহার যৌথ কর্মশালা: আধুনিকতা–পরাধুনিকতার কাব্যতাত্ত্বিক মানচিত্র

১৬

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মালয়েশিয়ায় প্রতিবাদ সভা

১৭

প্লট দুর্নীতি  / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য আজ

১৮

ইয়ামালের জোড়া গোলে বার্সার গাম্পার ট্রফি জয়

১৯

হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন শমী কায়সার

২০
X