

গোপালগঞ্জ -১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, কে হিন্দু, কে মুসলিম সেটা বড় বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশি। আমি আপনাদের পরিবারের একজন সদস্য। তাই আপনাদের পাশে আমি আছি। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পূরণ আমার দায়িত্ব।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মহাটালি এলাকায় মতুয়া ভক্তবৃন্দের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহোৎসব ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উজানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডলের সভাপতিত্বে ও মতুয়া শ্রী রানা ঠাকুরের সঞ্চালনায় মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা-মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর শিবু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা এবং জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ মতুয়া ভক্তরা।
মন্তব্য করুন