কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

আড়াই হাজারেও মিলছে না ১৩০৬ টাকার এলপিজি

সংকট বাড়ছেই
ফাইল ছবি
ফাইল ছবি

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। বিশেষ করে গত রবি ও সোমবারের তুলনায় গতকাল বুধবারের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও তা মিলছে না আড়াই হাজার টাকাতেও। প্রশাসনের পক্ষ থেকে দাম নিয়ন্ত্রণে অভিযান জোরদার করার পর অনেক ডিলার, সাব-ডিলার ও খুচরা বিক্রেতা তাদের দোকান বন্ধ রেখেছেন। ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

পাইপলাইনের গ্যাস সংযোগ না পাওয়ায় ২০১০ সাল থেকে দেশের একটি বিশাল জনগোষ্ঠী রান্নার জন্য বিকল্প হিসেবে এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। এ পরিস্থিতিতে আবাসিকে এলপি গ্যাসের গ্রাহক কয়েকগুণ বেড়েছে। কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। নির্ধারিত দামের দ্বিগুণ টাকা দিয়েও এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না। ১৩০৬ টাকা মূল্যের ১২ কেজির সিলিন্ডার গত দুদিন দুই হাজার টাকায় পাওয়া গেলেও এখন আড়াই হাজার টাকায়ও মিলছে না। এতে বিপাকে পড়েছেন বাসাবাড়ির এলপি গ্যাস ব্যবহারকারীরা এবং এলপিজিনির্ভর ছোট ব্যবসায়ীরা।

সরেজমিন ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে গতকাল এলপি গ্যাসের দোকান বন্ধ পাওয়া গেছে। আশপাশের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই এলপি গ্যাস কিনতে এসে ফিরে যাচ্ছেন। ফোন দিয়ে অনেকে গ্যাসের জন্য অনুরোধ করছেন। তবে ভোক্তা অধিদপ্তরের লোকজন আসে। তাই দোকান বন্ধ রেখেছেন মালিকরা। জানা গেছে, কোনো কোনো দোকানদার পরিচিতদের বাসায় গ্যাস পৌঁছে দিচ্ছেন। তবে দাম নিচ্ছেন প্রায় দ্বিগুণ। ঢাকার বাইরে জেলা-উপজেলা পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, মোবাইল কোর্টের ভয়ে গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন অনেক বিক্রেতা।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দুই ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির সময় মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় ‘মিলেনিয়াম ট্রেডার্স’-এর মালিক সেলিম হোসেনকে ১ লাখ টাকা এবং জরিনা কলেজ মোড় এলাকায় ‘এরহাম ট্রেডার্স’-এর মালিক আরিফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাভারে এলপি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় একটি গ্যাস সিলিন্ডারের ডিপো ও একটি খুচরা দোকানিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। মুন্সীগঞ্জ শহরের পৃথক স্থানে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. সেলিম খান বলেন, বাংলাদেশে এলপি গ্যাসের চরম সংকটময় সময় চলছে। এই পরিস্থিতিতে পরিবেশকদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া নতুন করে দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে পরিবেশক ও ভোক্তাদের চরম বিপর্যয়ের মধ্যে ফেলেছে। সংকট দূরীকরণের কোনো উপায় বের করা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশে ২৭টি কোম্পানি প্রায় সাড়ে ৫ কোটি সিলিন্ডার বাজারজাত করেছে। বর্তমানে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে গ্যাস রিফিল করা হচ্ছে। যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। দেশের বেশিরভাগ কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় সেসব কোম্পানির পরিবেশকরা দেউলিয়ার পথে। এলপি গ্যাস বহনকারী সব গাড়ির পুলিশি হয়রানি বন্ধ করা, ভোক্তা অধিকার কর্তৃক চলমান অভিযান বন্ধ করা, পরিবেশকদের কমিশন ৫০ থেকে বাড়িয়ে ৮০ টাকা, খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ করাসহ ৬ দফা দাবি জানিয়েছে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহসভাপতি হারুন অর রশিদ, অর্থ সম্পাদক আবু তাহের কোরেশি প্রমুখ।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ কালবেলাকে বলেন, সরবরাহকারীরা কখনো আমাদের কাছে আসেনি। তারা আজ (বুধবার) আমাকে চিঠি দিয়েছে। আমরা তাদের সঙ্গে কাল (বৃহস্পতিবার) বৈঠকে বসব। এ ছাড়া একই দিন আমদানিকারক-উৎপাদকদের সঙ্গে বৈঠক করব। জরুরি ভিত্তিতে এলপিজি আমদানি করা যায় কি না, তা নিয়ে আলোচনা হবে। এ সময় তিনি জানান, বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।

এদিকে, এলপিজির সংকট ও বাড়তি দামের কারণে রাজধানীর বাসাবাড়ির গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। নিউমার্কেট এলাকার কাঁচাবাজার সংলগ্ন চায়ের দোকানদার মো. জহির এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, ১২ কেজির এলপিজি ২৩শ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। আর এত দাম দিয়ে এলপি গ্যাস কিনে চায়ের ব্যবসা করা যাবে না। তাই দোকান বন্ধ। একই অবস্থা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ

জয়-পলকের বিচার শুরু 

হারালাম অভিভাবকতুল্য মানুষকে: শাকিব খান

আর নাচবেন না ‘চন্দন দ্বীপের রাজকন্যা’র নায়ক

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

বিশ্লেষণ / ছাত্রনেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায়?

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১৩ প্রার্থী

ওসমান হাদির স্ত্রীর স্ট্যাটাস

এবার ২ টাকা কেজি চাল বিতরণের ঘোষণা সেই রায়হান জামিলের

১০

মিরপুরে মহিলা জামায়াতের বৈঠকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

১১

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

১২

জুলাই সনদে সমর্থন চাচ্ছি, যাতে দেশটা বদলে যায় : উপদেষ্টা আদিলুর

১৩

এক দিনেই ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

১৪

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১৫

আজ থেকে প্রবাসীদের পোস্টাল ভোট দেওয়া শুরু

১৬

প্রবাসীদের ভোটদান শুরু বিকেল ৫টা থেকে

১৭

নায়ক জাভেদ আর নেই

১৮

ট্রাম্পের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের আলোচনায় ইংল্যান্ড-স্কটল্যান্ড

১৯

কবে কমবে তাপমাত্রা জানাল আবহাওয়া অফিস

২০
X