কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

মস্কো অভিমুখে অভিযান বাতিল ওয়াগনারের

মস্কো অভিমুখে অভিযান বাতিল ওয়াগনারের

রক্তপাত এড়াতে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অভিযান বাতিল করেছেন দেশটির সামরিক নেতৃত্বকে উৎখাতের ঘোষণা দেওয়া ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। গতকাল শনিবার এক অডিও বার্তায় যোদ্ধাদের ফেরত আসার নির্দেশ দেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের মস্কো যাওয়া বন্ধ করতে গতকাল প্রিগোজিনের সঙ্গে আলোচনা করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এর পরই রক্তপাত এড়াতে ওয়াগনার যোদ্ধাদের মস্কোর দিকে অগ্রসর না হয়ে ঘাঁটিতে ফেরার নির্দেশ দেন প্রিগোজিন। এ সময় তিনি দাবি করেন, তার যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় মস্কোর দিকে ২০০ কিলোমিটার অগ্রসর হয়েছিল। মস্কো অভিমুখে রওনা দেওয়ার আগে ওয়াগনার সীমান্তের একটি শহরের সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা।

গতকাল ওয়াগনার প্রধান বিদ্রোহ ঘোষণা করে মস্কোর দিকে এগোনো শুরু করলে রাশিয়াজুড়ে অস্থিরতা তৈরি হয়। তাদের গতিকে স্তিমিত করতে মস্কোর আশপাশের অঞ্চলগুলোতে নানা কার্যক্রম চালায় স্থানীয় কর্তৃপক্ষ। সড়ক বন্ধ, প্রতিবন্ধকতা সৃষ্টি বা যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ভারী যান ও যন্ত্র ব্যবহার করে তাদের কিছু সড়ক খুঁড়ে নষ্ট করতেও দেখা যায়।

ঝুঁকি এড়াতে আগামীকাল সোমবার রাশিয়ার মস্কোতে ছুটি ঘোষণা করেন মেয়র সের্গেই সোবিয়ানিন। সেইসঙ্গে মস্কোর বাসিন্দারের যতটা সম্ভব বাইরে কম বের হওয়ার পরামর্শ দেন মেয়র। শহরের সেবাদাতা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি। ‘পরিস্থিতি কঠিন’ হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে মস্কো ও এর আশপাশ এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।

ওয়াগনারের ওই বিদ্রোহের মধ্য দিয়ে বড় চাপের মধ্যে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদের শাস্তি পেতে হবে। সমাজে বিভক্তকারীদের শাস্তি অনিবার্য। রাজধানী মস্কো এবং অন্য কয়েকটি অঞ্চলে এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে।

ভাষণে বিদ্রোহীদের কার্যকলাপকে তিনি পিঠে ছুরিকাঘাত বলে বর্ণনা করে বলেন, কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তীব্র রাষ্ট্রদ্রোহের দিকে যাচ্ছে। তবে তিনি ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের নাম উল্লেখ করেননি।

ভাষণে পুতিন রাশিয়াকে রক্ষায় এই সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেন। এ ভাষণের পরপরই একটি অডিও বার্তায় ওয়াগনার প্রধান বলেন, রাষ্ট্রদ্রোহের কথা বলে প্রেসিডেন্ট একটি গভীর ভুল করেছেন। আমরা প্রকৃত দেশপ্রেমিক। আমরা দেশের জন্যই লড়াই করেছি। আমরা চাই না, দেশ দুর্নীতি ও প্রতারণার মধ্যে থাকুক।

এর আগে রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রিগোজিন। তার বাহিনীর যোদ্ধাদের ওপর বড় ধরনের হামলা হয়েছে গত শুক্রবার এমন দাবি করে, এর সঙ্গে জড়িত রুশ সামরিক নেতাদের উৎখাতের দাবি করেন। এরপর বিশাল ভাড়াটে বাহিনী নিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করেন। তার বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ফৌজদারি অপরাধের অভিযোগ প্রমাণিত হলে ১২ থেকে ২০ বছরের সাজা হতে পারে। পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন পুতিন ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে গতকাল রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী রোস্তোভ-অন-ডন শহরের সামরিক সদর দপ্তর ও বিমানঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ওয়াগনার গ্রুপ। নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে শনিবার ভিডিও বার্তায় ওয়াগনার প্রধান বলেন, আমরা সকাল ৭টা ৩০ মিনিটে রোস্তোভের সামরিক স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছি। এতে বিমানঘাঁটিও রয়েছে।

এরই মধ্যে একটি ভিডিওতে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সামরিক সদর দপ্তরে ওয়াগনার প্রধানকে দেখা গেছে। তাকে বলতে শোনা গেছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু এবং জেনারেল ভ্যালেরি গেরাসিমভ তাদের সঙ্গে দেখা করতে না এলে তার সৈন্যরা শহর অবরোধ করবে এবং মস্কোর দিকে অগ্রসর হবে।

অন্য একটি ফুটেজে দেখা গেছে, দুজন জেনারেলকে সঙ্গে নিয়ে বসে আছেন প্রিগোজিন। তাদের একজন আর্মি লেফটেন্যান্ট-জেনারেল ভ্লাদিমির আলেকসেয়েভ। এর আগে ওয়াগনার প্রধানকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন ওই জেনারেল। ধারণা করা হচ্ছে, তারা এখন রাশিয়ার বিরুদ্ধে হাত মিলিয়েছেন। পুরো পরিস্থিতিই কেমন যেন ঘোলাটে হয়ে গেছে।

গতকাল বিকেলে রোস্তোভ-অন-ডনের সেনা সদর দপ্তরের কাছাকাছি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক মিনিটের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ঘটনাস্থল থেকে অনেক লোক পালিয়ে যাচ্ছেন। তবে এ ঘটনায় হতাহতের তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া সদর দপ্তরের ভবনটির কোনো ক্ষতি হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে রাশিয়ার একাধিক সামরিক হেলিকপ্টারও গতকাল বিকেলে বিদ্রোহী ওয়াগনার সৈন্যদের একটি বহরের ওপর গুলি চালিয়েছে। বহরটি একটি ট্রাকে সৈন্য ও কমপক্ষে একটি ট্যাঙ্ক নিয়ে ভোরোনেজ শহরের পাশ দিয়ে মস্কোর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল। এ ছাড়া ওয়াগনার গ্রুপ যাতে কোনোভাবেই মস্কোয় প্রবেশ করতে না পারে সেজন্য সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মস্কোর বিখ্যাত রেড স্কয়ারে লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে।

অন্যদিকে রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে লড়াই করে আসা বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনার আকস্মিক বিদ্রোহের ঘোষণা দেওয়ায় কিছুটা উল্লাসই প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল এ বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় রাশিয়ার দুর্বলতা সুস্পষ্ট হয়েছে। মস্কো ইউক্রেনে তার সৈন্য ও ভাড়াটে বাহিনী যত দীর্ঘ সময়ের জন্য রাখবে, তাদের দেশের ভেতরে তত বেশি বিশৃঙ্খলা ও সমস্যা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ পেরিয়ে কানাডায় ‘নয়া মানুষ’

৩৩ ওষুধের দাম কমলো, ১১৬ কোটি টাকা সাশ্রয়

জিমে ১২ লাখ ডলার খরচ করে নিলেন ৩০০ বছরের মেম্বারশিপ, অতঃপর...

ইমিগ্রেশনের ‘অনিয়মের’ সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৫ 

চ্যাটজিপিটি-৫ নিয়ে বিতর্ক, নতুন মোডে আসছে ৩ পরিবর্তন

শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও সমিতি

হিমাগারে অস্ত্রের মুখে ডাকাতি, গ্রেপ্তার ২

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

সরকারকে এক মাসের আলটিমেটাম শিক্ষকদের

১০

কুয়েতে ১০ প্রবাসীর মৃত্যু

১১

নতুন গ্রাহকদের জন্য বিশাল ছাড় দিচ্ছে স্টারলিংক, পাবেন যেভাবে

১২

মাস্ক পরে নামাজ পড়া জায়েজ আছে?

১৩

ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

টাইমস স্কয়ারে প্রথমবার হবে দুর্গাপূজা

১৫

স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, স্ত্রীর মৃত্যু

১৬

বেকারি থেকে কেনা নাস্তায় মিলল সাপ

১৭

শেখ হাসিনা-রেহানা-টিউলিপের তিন মামলায় বাদীদের সাক্ষ্য গ্রহণ

১৮

যতীন সরকার মারা গেছেন

১৯

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে বাধা নেই

২০
X