

ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে মোট ৭টি ফেরি যানবাহনসহ আটকে রয়েছে। এতে করে ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব কমে এসে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তবে কখন নাগাদ ফেরি চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো সময় জানানো হয়নি।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রীদের বিকল্প হিসেবে ঝুঁকিপূর্ণভাবে ইঞ্জিনচালিত ট্রলারে নদী পারাপারের চেষ্টা করতে দেখা গেছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল পুনরায় শুরু না হওয়া পর্যন্ত নদী পারাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, ঘনকুয়াশার কারণে আজ রাত সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে দৌলতদিয়া প্রান্ত এলাকায় ৭টি ফেরি যানবাহন নিয়ে পাড়ে আটকে আছে।
মন্তব্য করুন